December 9, 2025 - 12:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সকলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে: তারেক রহমান

ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী সকলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে: তারেক রহমান

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি-আধা সরকারি ও অন্যান্য সকল খাতকে জবাবদিহিতার আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কোন জবাবদিহিতা ছিল না, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ। তাদের দেড়-দশকেরও বেশি সময়ের শাসনামলে জনপ্রতিনিধিরা চলেছে আওয়ামী লীগের নিয়মে।

বিএনপি স্থানীয় সরকারের প্রথম স্তর ইউপি চেয়ারম্যান থেকে সরকার প্রধান (প্রধানমন্ত্রী) এবং সরকারি-আধা সরকারি ও অন্যান্য সকল খাতকে জবাবদিহিতার আওতায় আনতে চায়-এ কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তিনি যেই হোন না কেনো, জনগণের কাছে তাদের সকলকেই দায়বদ্ধ ও জবাবদিহি করতে হবে।’

আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না বলেই তাদের নেতাকর্মীরা অর্থ পাচার করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই, এমন একটা স্বাস্থ্যখাত তৈরি করতে চাই যাতে করে আর কাউকে চিকিৎসা নিতে বিদেশে যেতে না হয়।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ শনিবার ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ফরিদপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালালায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ‘অনলাইন প্লাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় তারেক রহমান জানান, এ দলের প্রতি জনগণের আস্থা আছে, এটা মনে করে ঘরে বসে থাকলে চলবে না। দেশের মানুষের সেই আস্থা ধরে রাখতে হবে। কারণ, একজন নেতার পুঁজি হচ্ছে মানুষের আস্থা। আর রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে দলের প্রতি জনগণের আস্থা। সেই আস্থা চলে গেলে দলের পুঁজিই চলে যাবে। কাজেই জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে নিজ-নিজ জায়গা থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচন চাবে সেটাই স্বাভাবিক। বিএনপি চায় সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক পরিবেশে অবাধ একটি নির্বাচন। যে নির্বাচনে মানুষ নির্ভয়ে তাদের ভোট দেবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজ অনেক ব্যাক্তি ও সংগঠন সংস্কারের কথা বলছে, আমাদের ৩১ দফায় স্পষ্টভাবে সকল সেক্টরে, সকল পর্যায়ে সংস্কারের সুস্পষ্ট উল্লেখ রয়েছে। হয়তো একবারে সব করা সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন করা সম্ভব।’

তারেক রহমান এ কর্মশালায় এই প্রথম উল্লেখ করেন, তাঁর দল বিএনপি চায় দেশে পরপর দু’বারের বেশী কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তিনি এ সংক্রান্ত একটি আইন প্রণয়ণের কথাও ব্যক্ত করেন।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজকের কর্মশালায় আপনারা যা শিখলেন ও জানলেন, সেটা নিয়ে আপনার ওয়ার্ড, মহল্লা ও থানায়-থানায় গিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে যাবেন এবং তাদেরকে এ বিষয়ে জানাবেন, বোঝাবেন।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর জেলার জেলা ও মহানগর পর্যায়ের প্রায় ৪ শতাধীক নেতা উপস্থিত ছিলেন।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্ল্যাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাসুকুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রিয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির ড. মাহাদি আমিন, এবিএম মোশাররফ হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন ও ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ মোদাচ্ছের আলী ইছা বক্তৃতা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...