সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন শৌচাগারের কূপ ধসে পড়ে মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর একটার দিকে পৌর এলাকার গোশালার মোহাম্মদ নাসির পৌর কাঁচাবাজারের পাশে স্বপ্না খাতুনের বাড়িতে এ ঘটনা ঘটে।’
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে শ্রমিক আসরাফ আলীকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত আশরাফ আলী কামারখন্দ উপজেলায় ভদ্রঘাট ইউনিয়নের ফকির চরের ভাষা শেখের ছেলে।’
বাড়ির মালিক স্বপ্না খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়িতে শৌচাগারের কূপ তৈরি করার জন্য তিনজন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুরে শৌচাগারের কূপে মাটির তৈরি গোল পাট বসানোর সময় হঠাৎ করে মাটি ধসে যায়। এ সময় ভিতরে থাকা শ্রমিক আসরাফ শেখ আটকে পরে।
সেপটিক ট্যাংক তৈরির কাজে নিয়োজিত ভদ্রঘাট ইউনিয়নের ইসমাইল শেখ জানান, ট্যাংকে আমরা দু’জন উপর থেকে পাট নিচে দিচ্ছিলাম। ১৭ ফিট গভীর কূপে ৯টি পাট বসানোর পর উপর থেকে মাটি ধসে আশরাফ ভিতরে চাপা পরে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
চেতনানাশক ট্যাবলেট খাইয়ে ছিনতাই, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু