November 21, 2024 - 3:49 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকআরব আমিরাতের সঙ্গে টেক্কা দিতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

আরব আমিরাতের সঙ্গে টেক্কা দিতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সৌদি আরব নতুন একটি প্রযুক্তি হাব প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। এ প্রকল্পের জন্য ১০০ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

ব্লুমবার্গের এক সংবাদে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

রাষ্ট্র-সমর্থিত এ প্রকল্পের আওতায় এআই উন্নয়নে ডেটা সেন্টার, স্টার্টআপ এবং অন্যান্য অবকাঠামোতে বিনিয়োগ করবে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘প্রজেক্ট ট্রান্সসেন্ডেন্স’ নামক প্রকল্পটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এটির প্রধান লক্ষ্য হলো নতুন প্রতিভা তৈরি, স্থানীয় প্রযুক্তিখাতের [লোকাল ইকোসিস্টেম] বিকাশ এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহিত করা। সৌদি আরব ইতোমধ্যেই এআই উন্নয়নে বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আলাত-এর মতো একই ধরনের মডেল অনুসরণ করে প্রজেক্ট ট্রান্সসেন্ডেন্স স্থাপন করা হবে।

টেকসই উৎপাদন নিয়ে কাজ করা আলাত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় ১০০ বিলিয়ন ডলারের মূলধনে পরিচালিত হয়। আলাত-এর নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তবে প্রজেক্ট ট্রান্সসেন্ডেন্স নিয়ে সৌদি সরকার কোনো মন্তব্য করেনি। পিআইএফ ও অ্যালফাবেট ইনকরপোরেটেডের গুগলের যৌথভাবে তৈরি করা একটি এআই হাবের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ হাব প্রকল্পে উভয় প্রতিষ্ঠান ৫ থেকে ১০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর আওতায় রয়েছে আরবি ভাষার জন্য একটি এআই মডেল তৈরির কাজও। বুধবার অ্যালফাবেট-এর শেয়ারের মূল্য ৪ শতাংশ বেড়ে ১৭৬.৫১ ডলারে দাঁড়িয়েছে।

প্রজেক্ট ট্রান্সসেন্ডেন্সের অন্যতম লক্ষ্য হলো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারি গড়ে তোলা, যেখানে সৌদি আরব অবকাঠামো ও মূলধন সরবরাহ করবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রকল্পের মোট বিনিয়োগের পরিমাণ ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

এ প্রকল্পটি একাধিক সৌদি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারে। এটির মূল লক্ষ্য হবে এআই অবকাঠামো ও স্টার্টআপে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে এআই দক্ষতায় সৌদি আরবের ব্যবধান কমানো।

সৌদি কর্মকর্তারা জানান, দেশটি এমন একটি এআই কোম্পানি গড়ে তুলতে চায় যা জাতীয় চ্যাম্পিয়ন হিসেবে কাজ করবে এবং আবু ধাবির জি৪২ প্রযুক্তি কোম্পানিগুলোর মতো বড় আকারের হবে।

ইতোমধ্যে এ খাতে নিবেদিত গবেষণা কেন্দ্র ও মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে এবং ওপেনএআই-এর চ্যাটজিপিটি-এর মতো বড় ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির কাজ চলছে।

তবে সৌদি আরব আগামী কয়েক বছর বাজেট ঘাটতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হওয়ায় ক্রাউন প্রিন্সের আরেকটি বড় প্রকল্প ট্রিলিয়ন ডলারের নিওম ডেভেলপমেন্ট অর্থায়ন সংকটে পড়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সিভিসি ফাইন্যান্সের ৯ম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিভিসি ফাইন্যান্স লিমিটেড (সিভিসিএফএল) এর নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (১৯ নভেম্বর) সিভিসি ফাইনান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়...

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন

বেনাপোল প্রতিনিধি:-ভারতে পাচারের শিকার ২৪ জন নারী, শিশু ও পুরুষ দেশে প্রত্যাবাসিত হয়েছে।  বুধবার ২০নভেম্বর রাতে ৮টার দিকে তাদেরকে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করে ভারতীয়...

গ্রেফতার হলেন সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করতে গেলে থানা পুলিশতাকে গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুস-জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে অভিযোগ করা...

বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তা দুদকের ডাকে সাড়া দেয়নি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলেও তারা হাজির হননি। এস আলম গ্রুপ ও তার...

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহত প্রায় ৪৪ হাজার...

সিনেমায় ফিরছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল তার নতুন সিনেমা ‘ডেস্ট্রয়’ নিয়ে ফিরছেন। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। সে...

দ্য উইচার ছাড়ছেন সুপারম্যান তারকা

বিনোদন ডেস্ক : সুপারম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন হেনরি কাভিল। এরপর তিনি ‌‘দ্য উইচার’ সিরিজে যুক্ত হয়ে ওটিটির দর্শককেও মুগ্ধ করেন। দেখতে...