December 18, 2025 - 7:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশএনায়েতপুর ভারি ট্রাক চলাচলে রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে সাধারণ মানুষ

এনায়েতপুর ভারি ট্রাক চলাচলে রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে সাধারণ মানুষ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে চলছে নদী ভাঙ্গন রোধে বোল্ডার তৈরির কাজ। কথা ছিলো ভালোভাবে পাকা রাস্তা তৈরি করে মালামাল আনা হবে। কিন্তু রাস্তা সংস্কার না করেই এই রাস্তা দিয়ে আনা হচ্ছে ৩০ থেকে ৩৫ টন ওজনের পাথরের ও সিমেন্টের ট্রাক।

এতে করে রাস্তার অনেক ক্ষতি হচ্ছে। বৃষ্টি নামলেই এলাকার মানুষ হয়ে যায় দিশেহারা। প্রায় ৪ হাজার মানুষ পরেছে অনেক ভোগান্তিতে। ঠিকাদার প্রতিষ্ঠান এলাকার সহজ সরল মানুষকে বুঝিয়েছে। কাজ শেষে আমরা রাস্তা তৈরি করে দেবো।

অল্প বৃষ্টির পানিতেই বেহাল অবস্থা আঞ্চলিক সড়কের। ভারি পাথরের ট্রাক চলার কারণে কাদাযুক্ত ছোট বড় গর্তে হয়ে ব্রাহ্মণগ্রাম উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়ার পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়েই অতিকষ্টে যাতায়াত করছে গ্রামের ছোট বড় প্রায় ৪ হাজার মানুষ। এতে চরম দুর্ভোগ পরেছে হচ্ছে এলাকার স্কুল মাদরাসার ছোট ছোট শিক্ষার্থীরা, ও সাধারণ পথচারীদের। বৃষ্টির পানিতে কাদা জমে থাকায় যান চলাচল তো দূরে থাক, নিরাপদে হাঁটতেও পারেন না বাসিন্দারা। এর প্রধান কারণ হলো, ২৫ থেকে ৩০ টন পাথরের ও সিমেন্ট বালুর টাক চলাচল।

স্থানীয়দের অভিযোগ, এখানে নদীর ভাঙ্গন রোধ করার জন্য বোল্ডারের কাজ চলছে। আমাদের আগে বলেছিল এখানে নতুন রাস্তা করে মালামাল আনা হবে। ঠিকাদার প্রতিষ্ঠান আশ্বাস দিলেও কাজ করেনি। তারা রাস্তা তৈরি করেনি। মাটির কাঁচা রাস্তা দিয়েই ২৫ থেকে ৩০ টনের ওজনের গাড়ি এনে আমাদের রাস্তা অনেক ক্ষতি করেছে। ফলে পাকা রাস্তা যেন স্বপ্নই থেকে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাবু ঠিকাদার মুঠোফোনে বলেন, আমি রাস্তা সংস্কার করে দিয়েছি। কিন্তু রাস্তা তৈরি করার সে এবিলিটি আমার নেই। তবে সংস্কারের উপরে আছি, যাতে সাধারণ মানুষদের যাতায়াত কষ্ট না হয় বা ট্রাকগুলো যেতে যেনো সমস্যা না হয়। যেখানেই রাস্তা খারাপ হচ্ছে সেখানেই সংস্কার করে দিচ্ছি।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণ গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি প্রায় হাফ কিলোমিটার সড়কের পুরোটাই বেহাল অবস্থা। সংস্কারের কথা বললেও সংস্কার করা হয়নি। বিশেষ করে বৃষ্টির দিনে বা বৃষ্টি ছাড়াও এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টদায়ক। অতিকষ্টে যাতায়াত করতে হয় ছোট ছোট স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাদিকে হত্যার প্রচেষ্টা : আগামী নির্বাচন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেরদিন রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো ভোটে সম্ভাব্য প্রার্থী, ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ...

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা...

সিরাজগঞ্জ–৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে বেলকুচি...

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়ে ছাত্ররা মাঠে

ঝিনাইদহ প্রতিনিধি: শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে কৃষকের পাশাপাশি মাঠে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার পর অবসর সময়টুকু কাজে...

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশের তরুণ প্রজন্মকে ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় অভ্যাস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে...

সিরাজগঞ্জে প্রকাশ্যে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, যুবদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে প্রকাশ্যে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার...

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....