November 23, 2024 - 4:05 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যকাঁচা মরিচের কেজি ৫০০ টাকার ঘরে

কাঁচা মরিচের কেজি ৫০০ টাকার ঘরে

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : নানা অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর চর্চা অনেকদিন ধরেই চলছে। এবার বিক্রেতাদের জন্য অজুহাত হয়ে এসেছে কয়েকদিন ধরে চলা বৃষ্টি। এমন অজুহাতে দক্ষিণ কমলাপুর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রায় ৫০০ টাকা পর্যন্ত।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা এ বাজারে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের।

এত বেশি দামে মরিচ কেন বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে অনেক সবজির বাগান নষ্ট হয়ে গেছে। এছাড়া পণ্য আনতে পরিবহন ব্যবস্থা অনেক কম এখন। পণ্য যা আনা সম্ভব হয় তাতে আবার ভাড়া বেশি পড়ে। এসব বাজার ঘুরে মুরগির দরও বাড়তি অবস্থায় দেখা গেছে। একইভাবে মাছের দামও বেশি।

দেখা গেছে, বাজারে ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৭০ টাকা, কচু ৭০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ এসব বাজারে অধিকাংশ সবজির দাম ৭০ থেকে ৮০ টাকা। কিছু কিছু আবার শতকের ঘরও ছাড়িয়েছে।

এ ছাড়া, পেঁপে ৩৫ টাকা, লাউ আকৃতিভেদে ৬০ থেকে ৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা কেজি লেবুর হালি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং মিষ্টি কুমড়া কেজি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে দেশি পেঁয়াজ ১২০ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২২০ টাকা এবং আলু কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে দেশের বাজারে নিত্যপণ্যের অস্থিরতা থাকলেও সরকারি হিসাব বলছে, সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশে এসেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০.৪ শতাংশে ঠেকেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো-গ্লোবাল...

জেড ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যালস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঢাকা স্টক...

পুঁজিবাজারের ২ কোম্পানির এজিএমের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও বিবিএস কেবলস পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ...

শরীয়াহ পরিপালনে ইউনিয়ন ব্যাংক বদ্ধপরিকর

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংকিং এমন এক ব্যাংক ব্যবস্থা যেখানে সকল লেনদেনে সুদ নিষিদ্ধ।ব্যাংকিং সংক্রান্ত সকল কার্যক্রম ইসলামী শরীয়ার আলোকে পরিচালিত হয়। ইউনিয়ন ব্যাংক পিএলসি....

সাউথইস্ট ব্যাংক, টাইনি টটস ও সামার ফিল্ড স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক : সাউথইস্ট ব্যাংক পিএলসি. টিউশন ফি কালেকশন সার্ভিস, পে-রোল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য ব্যাংকের হেড অফিসে টাইনি টটস ও...

বরগুনায় প্রান্তিক মানুষের মাঝে এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ

কর্পোরেট ডেস্ক : বরগুনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার নিন্ম আয়ের প্রান্তিক মানুষদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল কর্মসূচির আওতায়...