November 16, 2024 - 2:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশআন্দোলনে গুলিতে বাক্শক্তি হারানো দলিল উদ্দিন কাগজে লিখে জানালেন স্বাভাবিক জীবনে ফেরার...

আন্দোলনে গুলিতে বাক্শক্তি হারানো দলিল উদ্দিন কাগজে লিখে জানালেন স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঢাকা বিমানবন্দর এলাকায় পুলিশের ছোড়া একটি গুলি দলিল উদ্দিনের (৩৫) চোয়ালের ডান পাশ দিয়ে ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। দাঁত ও মাড়ি ভেঙে যায়। ছিঁড়ে যায় জিহ্বা। সেই থেকে মুখে খাওয়া ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এই যুবক। এক মাস ধরে ইশারায় ও কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন তিনি।

দলিল উদ্দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা দশমীপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. নূর উদ্দিনের ছেলে। দলিল উদ্দিন কাগজে লিখে বলেন, ‘আমি সুস্থ হতে চাই, আমি কথা বলতে চাই, মানুষের সাথে চলতে চাই, আমি কর্মজীবনে ফিরতে চাই।’

সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাসের পর ২০১৪ সালে উত্তরার একটি তৈরি পোশাক কারখানায় চাকরিতে যোগ দেন। ২০২২ সালে ছোট পরিসরে গার্মেন্টস পণ্যের যৌথ ব্যবসা শুরু করেন। তাঁর স্ত্রী সিনথিয়া আরমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্বামী-স্ত্রী উত্তরা ৬ নম্বর সেক্টরের ফায়দাবাদে আট বছর ধরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

স্ত্রী সিনথিয়া জানান, উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে দলিল উদ্দিন তাতে যোগ দেন। নিয়মিত কর্মসূচিতে অংশ নেন। ছাত্রদের সঙ্গে নিয়ে তিনি ৫ আগস্ট বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে ছাত্র-জনতা উচ্ছ্বাসে মেতে উঠলে সেখানে থাকা পুলিশ তাঁদের ওপর নির্বিচার গুলি ছোড়ে। এতে একটি বুলেট দলিলের ডান কানের নিচে চোয়াল ভেদ করে মুখের দাঁত ও মাড়ি ভেঙে যায়, ছিঁড়ে যায় জিহ্বা। বাঁ চোয়ালে বেঁধে থাকা বুলেট নিজ হাতে টেনে বের করেন দলিল উদ্দিন। যা পরে কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসকদের কাছে জমা দেওয়া হয়।

সিনথিয়া জানান, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালে সাত দিন চিকিৎসার পর ডান চোয়ালে সংক্রমণ ধরা পড়ে। এরপর তাঁকে মিরপুরে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে ১৭ আগস্ট পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১৯ আগস্ট দামুড়হুদার বাড়িতে নিয়ে আসা হয়।

সিনথিয়া বলেন, অস্ত্রোপচারের পর থেকেই ওষুধ ও তরল খাবার ছেঁকে নাকের ছিদ্রে বসানো পাইপ দিয়ে পেটে প্রবেশ করানো হচ্ছে। বর্তমানে ডেন্টাল সার্জন আবদুল হান্নানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। অস্ত্রোপচারের পর এই এক মাস ধরে লিখে অথবা ইশারায় মনের ভাব প্রকাশ করছেন দলিল।

দলিলের বাবা মো. নূর উদ্দিন বলেন, ‘এক মাস ধরে দলিলের চিকিৎসা চালাতে তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। নিজেদের সঞ্চিত ও ধারদেনা করে এত দিন চিকিৎসা চালানো হয়েছে।’ চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে হবে; কিন্তু আমার আর্থিক সক্ষমতা না থাকায় চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দলিল উদ্দিনের অস্ত্রোপচারকারী চিকিৎসক ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মো. আবদুল হান্নান বলেন, ‘মুখের ভেতরে বুলেট ঢুকে বড় ধরনের ফ্র্যাকচার হয়ে গেছে, যা রিপিয়ারিং করা হয়েছে। একটি সময় পর দলিল উদ্দিন কথাও বলতে পারবেন। তবে পুরোপুরি সুস্থ হতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

আলু আর পেঁয়াজের দামে বড় অস্বস্তি

অর্থ-বাণিজ্য ডেস্ক : আলু আর পেঁয়াজ, এই দুই পণ্যের দাম কমার কোনো লক্ষণই চোখে পড়ছে না। এরমধ্যে সবজি, ডিম, মুরগির দাম কমার যে স্বস্তি,...

নড়াইলে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে দুটি পৃথক অভিযানে পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট, চল্লিশ গ্রাম গাঁজা ও নগদ এক লক্ষ ৬৭ হাজার সাতশত পঁচাআশি...

নাকুগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তর

শেরপুর জেলা প্রতিনিধি: নিখোঁজের ৪০ দিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবক এরশাদুল হকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী...

নড়াইলে ধানখেতে থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম হামিদা খানম (৬) এবং...

বিহারের সাথে চিহ্নহীন বৌদ্ধ পল্লীও, বদলে গেছে গ্রামের নাম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের দরগার পাড়া এলাকা হয়ে একটি উপসড়ক চলে গেছে পশ্চিম দিকে। এই উপসড়ক দিয়ে অনুমানিক আড়াই...

খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারের সুপারিশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : আগামী রমজানে খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর (এআইটি) কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। কমিশন...

খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবদল নেতার নাম মো.ইউনুস আলী...

চিরকুট লিখে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে চিরকুট লিখে ৪ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে...