September 21, 2024 - 12:37 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগুলিতে নিহত কিশোরীর মরদেহ ফেরত দিল বিএসএফ

গুলিতে নিহত কিশোরীর মরদেহ ফেরত দিল বিএসএফ

spot_img

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: কিশোরীর মরদেহ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাস নামের সেই বাংলাদেশি কিশোরীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে স্বর্ণা দাসের (১৬) মরদেহ হস্তান্তর করে।

এর আগে রোববার (১লা সেপ্টেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাসের মৃত্যু হয়।

নিহত স্বর্ণা জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে স্বর্ণার মা বেঁচে যান।

তিনি জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল বাড়িতে এসে খবরটি জানায়।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে চালতাপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে স্বর্ণার মরদেহ হস্তান্তর করে। পরে স্বর্ণার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ