January 13, 2025 - 1:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশআন্দোলনে শিবপুরে সুজন হত্যা: ৪ পুলিশ কর্মকর্তার বিচারের দাবী পরিবারের

আন্দোলনে শিবপুরে সুজন হত্যা: ৪ পুলিশ কর্মকর্তার বিচারের দাবী পরিবারের

spot_img

নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী শিবপুর ইটাখোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সুজন পুলিশের গুলিতে নিহত হয়েছিলো। তার পরিবারের সদস্যরা শরীরে বেঁচে থাকলেও যেন আর মরমে বেঁচে নেই। হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে সন্তানকে। আন্দোলনে নিহত ব্যক্তির সঙ্গে সঙ্গে যেন পরিবারও হারিয়েছে পথ দেখার আলো। নতুন যে পথের যাত্রা শুরু হয়েছে তা যেন এক অনন্ত যাত্রা।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ছোড়া উপর্যুপরি ছররা গুলিতে নিহত হন দিনমজুর গাড়ি চালক সুজন। আবু সাঈদের গল্প আমাদের সবার চোখের সামনে দৃশ্যমান থাকলেও এমন শত শত মৃত্যুর গল্প থেকে গেছে অন্তরালে, অগোচরে। তাদের পরিবার আর স্বজনদের না বলা কথা, আর্তনাদ আর আর্তচিৎকার যেন থেকে গেছে পর্দার আড়ালে। নিহত পরিবারের স্বজনরা জানিয়েছেন তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা আর বর্বরতার শিকার হওয়া সন্তানদের এক করুণ চিত্র।

এদিকে সুজনের মা সংবাদকর্মীদেরকে জানান, আমার ছেলে প্রতিদিনের মতো ইটাখোলা ফাঁড়ির সামনে দিয়ে বাজার করতে গিয়েছিলো। হঠাৎই আবুল খায়ের নামে এক অফিসারের নেতৃত্বে ফাঁড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। একপর্যায়ে আমার ছেলেকে দেখে বুকের মধ্যে গুলি করে পুলিশ। আরেক পুলিশ সদস্য উপ-পুলিশ সদস্য বিল্লাল ও আনোয়ার আমার মৃত সন্তানকে লাথি দিয়ে ফেলে দেয়। আমার ছেলের লাশ প্রায় ২ থেকে ৩ ঘন্টা ইটাখোলা পুলিশ ফাঁড়ির সামনে পড়ে থাকে। একপর্যায়ে আমি পাড়া-প্রতিবেশির মাধ্যমে সংবাদ শুনতে পাই যে আমার ছেলে সুজনকে খায়েরের নেতৃত্বে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করি। যেহেতু আমরা গরিব মানুষ। তাই একটি সংগঠন মামলা করতে সহযোগিতা করতেছে। তাই আমরা মামলা করারও প্রস্তুতি নিচ্ছি।

এদিকে ইটাখোলা ফাড়ির সামনে ব্যবসায়ী মো. শাহীন মিয়া জানান, এই ৩ পুলিশ কর্মকর্তা খায়ের, বিল্লাল ও আনোয়ার সহ তারা বিগত সময়ে চাঁদাবাজী সহ বিভিন্ন অটোচালকদের মারধোর করেও টাকা নিতে শুনতে পেরেছি। সুজন নামে ছেলেটি সহজ সরল হওয়ায় খায়েরের নেতৃত্বে একটি টিম ছাদ থেকে গুলি করে মেরে ফেলে। একপর্যায়ে আমরা ভয়ে সিনেমা হলের পিছনে গিয়ে পালিয়ে থাকি। ইটাখোলা হাইওয়ে পুলিশের অনেক সদস্য সুজনকে লাথি দিতে দিতে রাস্তায় ফেলে দেয়। তাই আমরা খায়েরসহ ঐ ৩ পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশের কনস্টেবল পরিচয় গোপন রাখার শর্তে জানান, ওসি স্যার ও খায়েরের নির্দেশে আমরা ছাদ থেকে গুলি করতে থাকি আমার জানামতে ৪ জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে। যেহেতু আমাদের থানাতেও সাধারন মানুষ আক্রমণ করেছে তাই আমরা গুলি করতে বাধ্য হয়েছি।

এদিকে রিক্সাচালক মো. আসাদ মিয়া জানান, ঘটনার দিন ইটাখোলা হাইওয়ে গেটের মূল দায়িত্বে ছিলো আবুল খায়ের নামে এই পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বেই এই গুলি করার আদেশ হয়েছে বলে জানতে পেরেছি। আমরা এই খায়েরসহ অন্যান্য জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে খায়ের বিল্লাল আনোয়ারের নিকট গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করতে চাইলে তারা মোবাইল ফোনে কোন কথা বলতে রাজি হননি।
এদিকে নিজেকে পরিচয় দেওা মানবাধিকার কর্মী মোসাঃ বিউটি আক্তার সংবাদকর্মীদেরকে জানান, হাইওয়ে পুলিশ কর্মকর্তারা ফাঁড়ির ছাদ থেকে এলোপাথাড়ি গুলি করে মানুষদেরকে হত্যা করেছে। এদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

এদিকে ইটাখোলা হাইওয়ের এক চা ব্যবসায়ী বলেন, আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় এলোপাথাড়ি গুলি। সুজন এদিক দিয়ে যাওয়ার পথে সুজনের বুকে সরাসরি গুলি করে দেয় ইটাখোলা হাইওয়ে পুলিশ সদস্যরা। সুজন একজন সহজ সরল কর্মী ছিলো। ইটাখোলা হাইওয়ে পুলিশ যে নৃশংস হত্যাকান্ড ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াসের নিকট মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় একজন প্রতাপশালী সংবাদকর্মীর নিকট জানতে চাইলে, ঘটনার বিষয়টি মারামারি হয়েছে, ভাংচুর হয়েছে শুনেছি। কিন্তুু গুলি করে মেরে ফেলা হয়েছে কি না তা আমি জানিনা। ঘটনা যদি সত্য হয়ে থাকে তবে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রকৃত অপরাধীকে খুজে বের করতে হবে।

এদিকে সুজনের পরিবারকে বিভিন্ন সংগঠনের সদস্যরা আর্থিক অনুদান সহ বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সুজনের পরিবার। এতে করে তারা ছেলে হারানোর শোক কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে।

এ বিষয়ে ইটাখোলা থানার দুর্নীতি ও নিহত অন্যান্য পরিবারের বিস্তারিত আগামী ০৭ পর্বে তুলে ধরা হবে…..

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

জনগণ মেনে নিয়েছে, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট

কর্পোরেট সংবাদ ডেস্ক : সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।...

যুক্তরাষ্ট্রে ৩ নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, বিএনপির দুঃখ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির তিন নেতার আমন্ত্রণ নিয়ে কিছুটা বিভ্রান্তিতে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই প্রেক্ষিতে দুঃখ প্রকাশ...

বিনিয়োগের আগে জেনে নিন হাওয়া ওয়েল সম্পর্কে

মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার...

এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন, উচ্চতর স্কেল পাচ্ছেন ২৮৪২ শিক্ষক

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।...

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা জিতল বার্সেলোনা। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে জেদ্দার কিং...

মোবাইল ইন্টারনেটে ‘প্যাকেজ শর্ত’ তুলে দিলো বিটিআরসি

কর্পোরেট সংবাদ ডেস্ক : মোবাইল ইন্টারনেটে বেঁধে দেয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে ঘণ্টা হিসেবেও প্যাকেজ...

শেয়ার বিক্রির ঘোষণা দিল মুন্নু ফেব্রিক্সের কর্পোরেট পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের এক কর্পোরেট উদ্যোক্তা পরিচালক ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে...

গাজায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ৮৯ জন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার...