October 7, 2024 - 1:14 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিবগুড়ায় বিএনপির ছয় নেতা বহিষ্কার

বগুড়ায় বিএনপির ছয় নেতা বহিষ্কার

spot_img

বগুড়া প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগের পর বগুড়ায় প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত থাকা, দলীয় নির্দেশনা অমান্য করাসহ শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির দুই সহযোগী সংগঠনের ছয় নেতা পদ হারিয়েছেন।

বহিস্কৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহবায়ক বিপুল, শাজাহানপুর উপজেলা যুবদলের আহবায়ক নূর মোহাম্মদ, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন দীপন ও সদস্য সচিব সোহেল রানা। তারা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার হয়েছেন।

রোববার (১১ আগস্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবদলের চার নেতাকে অব্যাহতির নির্দেশ দেন জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে অব্যাহতির নির্দেশ দেন জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ