October 8, 2024 - 1:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসেনাবাহিনী-র‌্যাব ও জনগণের সহায়তায় সলঙ্গা থানায় ফিরছে পুলিশ

সেনাবাহিনী-র‌্যাব ও জনগণের সহায়তায় সলঙ্গা থানায় ফিরছে পুলিশ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব, সেনাবাহিনী ও জনগণের সহায়তায় সলঙ্গা থানায় কার্যকম শুরু করেছে পুলিশ। শনিবার দুপুরে সলঙ্গা থানার পুলিশ সদস্যদের নিয়ে সেনাবাহিনী ও র‌্যাব এর বিশেষ নিরাপত্তায় গাড়ির বহর নিয়ে সলঙ্গা থানায় উপস্থিত হয় সেনাবাহিনী ও র‌্যাব এর সদস্যরা।

এসময় সিরাজগঞ্জ র‌্যাব ১২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন, সাংবাদিক ও ছাত্রদের সাথে কথা বলে জানান, বৈষম্য ছাত্র জনতার যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং এই দেশ আমাদের, আমরা সকলে মিলে বিনির্মানে দেশ গড়ার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে সকলে এই দেশ কে পূর্ণ গঠন করার জন্য যার যে দায়িত্ব আছে গুরুত্বের সাথে পালন করে যাবো।

এসময়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা এনামুল হক বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মত আমাদের সলঙ্গা থানায় কার্যক্রম বন্ধ ছিল, সেনাবাহিনী, র‌্যাব ও স্থানীয় জনগনের সহায়তায় থানায় ফিরেছি এবং আমরা থানার কার্যক্রম শুরু করব। স্থানীয় জনগণ আমাদের আশ্বাস দিয়েছে পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে আশা করছি। সামনের দিনগুলোতে আমরা সুন্দরভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে পারবো। তিনি আরো বলেন, আমাদের ভিতরে এখন কোন আতঙ্ক নেই।

থানা পাঙ্গনে আগত ইচ্ছুক জনতা বলেন, বেশ কিছুদিন হলো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম, থানায় পুলিশ সদস্যদের আশাতে আমরা খুশি ও আনন্দিত এবং আমরা পুলিশকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করব এবং আমরা এটাও আশা করছি পুলিশ জনগণের স্বার্থে কাজ করে যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ