বগুড়া প্রতিনিধি: অরক্ষিত হয়ে পড়েছে দেশ। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একজন পুলিশ সদস্য। রাস্তায় নেই কোনো ট্রাফিক। ফলে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ-বৃষ্টির মধ্যে কাজ করছে শিক্ষার্থীরা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিক নিয়ন্ত্রন ও হাইওয়ে পুলিশের পরিস্কারের দায়িত্ব।
বৃহস্পতিবার সকালে শেরপুর উপজেলার ধুনটমোড়, বাসষ্ট্যান্ড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। দেখা যায় ছাত্র-জনতা লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। অনেকটা অভিজ্ঞ ট্রাফিকের মতোই হাতনেড়ে যানবাহনগুলোকে সঙ্কেত দিচ্ছেন তারা। এক পাশের যানবাহন ছাড়লে অন্য তিন দিকের যানবাহন আটকে রাখছেন বাকিরা। নিয়মিতভাবে গাড়ি ছাড়ছেন এসব স্বেচ্ছাসেবীরা। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করছে এসব ছাত্র-জনতা।
জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভির নির্দেশনায় এসকল ছাত্রদের দুপুরের খাবার প্যাকেট হাতে তুলেদেন বগুড়ার শেরপুরে যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশীদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ম আহবায়ক সবাইদুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, সদস্য, তুহিন ইকতিয়ার, আবেদুর হোসেন আপেল। পৌর সদস্য, সাইদুজ্জামান সজীব, রফিকুল ইসলাম মানিক। যুবনেতা, সুমন সিহাব, তাহের, বেলাল, জুয়েল, রাকিবুল ইসলাম সবুজ, আলমগীর, মিলন, জাহাঙ্গীর প্রমুখ।