October 8, 2024 - 1:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকাশিমপুরে দুইদিনে অন্তত ৮০০ বন্দীকে মুক্ত

কাশিমপুরে দুইদিনে অন্তত ৮০০ বন্দীকে মুক্ত

spot_img

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত থাকায় গ্রেফতার হওয়া ব্যক্তি ও শিক্ষার্থীদেরকে জামিনে মুক্তি দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই দেশের দূরদূরান্ত থেকে আসা অভিভাবক ও স্বজনেরা কারা ফটকে অপেক্ষা করে আছেন। মুক্তি পাওয়ার পর স্বজনদের সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত বন্দীরা। গেল দুইদিনে অন্তত ৮০০ বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা।

এদিকে আজও গাজীপুর জেলা কারাগারে বন্দিদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছিল। বাইরে থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কারাগার থেকে অনেকে বের হতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে বিষয়টি সামাল দেয়া গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় রাবার বুলেটের আগাতে ১৩ বন্দী ও হামলায় ৩ কারারক্ষী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলাকারা ডাক্তার মাসুদা আক্তার।

এদিকে দায়িত্বে অবহেলার কারণে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত বালাকে প্রত্যাহার করা হয়েছে।


এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ