স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ইতিহাস গড়ে দ্রুততম মানবী হলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক, তাও সোনায় মোড়ানো। ট্র্যাকে ঝড় তুলে ১০ দশমিক সাত দুই সেকেন্ডে রেস শেষ করেন আলফ্রেড। যা জাতীয় রেকর্ডও।
১০ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন রূপা ও ১০ দশমিক ৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বদেশি মেলিসা জেফারসন।
অথচ রেস শুরুর আগে অনেকেই সোনার পদক দেখছিলেন রিচার্ডসনের গলায়। সেমিফাইনালে সেই রিচার্ডসনকে হারিয়েই প্রথম হন আলফ্রেড। ফাইনালে এসেও নিজের দাপট ধরে রাখেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।
যদিও আলফ্রেডের উঠে আসার পথ অতটা মসৃণ ছিল না। বাবা মারা যাওয়ার পর ১২ বছর বয়সে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে ফেরাতে রাজি করানো হয়। সেদিন ফিরেছিলেন বলেই আলফ্রেড আজ অলিম্পিক চ্যাম্পিয়ন!