মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ভারী বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের ৭টি উপজেলার অন্ততঃ ৩০০ গ্রাম। পানি বন্দী হয়ে পড়েছে প্রায় এক লক্ষ মানুষ। খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন।
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, হলদিয়ার ২০টি গ্রামের অন্তত: ১০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, হঠাৎ পানি বাড়াতে লোকজন রান্নাও করতে পারেনি। রান্না করা খাবার পানি বন্দী পরিবারগুলোর মাঝে পৌঁছে দেয়ার কাজ শুরু করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে টেকনাফ ও মহেশখালী ছাড়া বাকী ৭টি উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ ৫ লক্ষ টাকা পৌঁছে দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন এ তথ্য জানান। তিনি জানান, পর্যাপ্ত ত্রাণ আছে, প্রয়োজন মতো সহায়তা প্রদান করা যাবে।