আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্লপের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলী এলজিইডি। চেক সনদ বিতরণ অনুষ্ঠান হিসেবে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারী কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরিশ্রম করেছেন বলেই আজ এই টাকাগুলো পাচ্ছেন। মাথার ঘাম পায়ে ফেলে জমানো আপনার টাকা আপনাকেই দেয়া হচ্ছে। আপনার এই টাকা সঠিকভাবে সঠিক পথে খরচ করেন। পরিশ্রমের টাকা এমনি এমনি নষ্ট করেন না। এই টাকা দিয়ে নিজেকে স্বাবলম্বি হওয়ার চেষ্টা করেন। আপনি স্ববলম্বি হলে আপনি উপকৃত হবেন, সেই সাথে সমাজ উপকৃত হবে। সমাজ উপকৃত হলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান গরীব রুহানি মাসুম।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, এলজিইডির ল্যাব টেকনিশিয়ান ইমদাদুল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খাতুন।
অনুষ্ঠানে নারী কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জহুরা খাতুন। আলোচনা সভা শেষে ৬৯ জন নারী কর্মীদের প্রত্যেককে ১ লাখ ২০ হাজার করে টাকার সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়।