গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ি ও শিববাড়িরসহ বিভিন্ন এলাকায় চলমান কোটা সংস্কারের দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথেও আন্দোলনরত শিক্ষিতদের সাথে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ঢাকা-টাইঙ্গাল মহদসড়কের কোনাবাড়ী কলেজ গেট, জয়দেবপুর শিববাড়ির মোড়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। কোটা না মেধা, মেধা মেধা, আমার দেশ আমার মাটি, বৈষম্য মানি না, চেয়ে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমার। আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই—এমন নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
এখনও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রয়েছে সকল ধরনের যান চলাচল বন্ধ। সড়কগুলোতে অবস্থান করছে শিক্ষার্থীরা।