December 26, 2024 - 8:17 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটো

ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাচ্ছে ন্যাটো

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিসহ দেশটিতে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ শুরুর কথা জানিয়েছে জোটের মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) জোটের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে বুধবার (১০ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির।

তিন দিনের এই অনাড়ম্বর সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা বিশ্বকে এক করতে চাইছেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ৮১ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার উপযুক্ততাও প্রমাণ করার চেষ্টা করছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুই বছরের মাথায় জোটের নেতাদের কাছে রাশিয়ার সামরিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে তাল মেলানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিনি ব্যক্তিগতভাবে জোটের ৩১ নেতাকে আলাদাভাবে স্বাগত জানান।

প্রচণ্ড গরমে ওয়াশিংটনের কনভেনশন সেন্টারে জোটের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নর্থ আটলান্টিক কাউন্সিলের উদ্দেশে জো বাইডেন বলেন, ‘আমরা সবাই মিলে ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ডকে রক্ষা করতে পারি এবং আমরা তা করব।’

বাইডেন ঘোষণা করেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর কাজ শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। কিয়েভের প্রতি এই প্রতিশ্রুতির বাস্তবায়ন রাশিয়ার সঙ্গে যুদ্ধে সমরাস্ত্রের ভারসাম্য আনতে সাহায্য করবে।

ন্যাটো জোটকে তার ‘শৈশবের প্রতিবেশী’ হিসেবে অভিহিত করে বাইডেন বলেন, ‘যখন প্রতিবেশীর সাহায্য প্রয়োজন হয়, আপনারা এগিয়ে এসেছেন। যখন জোটের প্রতি হুমকি আসে আপনারা উঠে দাঁড়িয়েছেন।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘এফ-১৬ সরবরাহের ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মানসিকতা ইউক্রেন বা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারবে না।’

ন্যাটোর এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে জেলনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘নতুন এসব যুদ্ধবিমান ন্যায্যতা ও শান্তিকে আরও কাছে নিয়ে আসবে এবং প্রমাণ করবে যে সন্ত্রাস সব সময় পরাজিত হয়।’

ন্যাটো নেতারা প্রতিশ্রুতি দেন, আগামী বছরের মধ্যে ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ৪০ বিলিয়ন ইউরো দেওয়া হবে। ইউক্রেনকে স্থিতিশীল করতে এই অর্থ সাহায্য করবে বলে তারা মনে করেন।

প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতাদের সম্মেলনে অংশ নেওয়ায় ধন্যবাদ জানান এবং বলেন, ন্যাটো এশিয়ায় তার ভূমিকা আরও সম্প্রসারণ করবে।

সম্মেলনে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের প্রতিশ্রুতির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে বলা হয়, দেশটি ইউরো-আটলান্টিক একীকরণের অপরিবর্তনীয় পথেই রয়েছে।

ন্যাটোর সদস্যপদ চেয়ে আবেদন করলেও এখনও ইউক্রেনকে তা প্রদান করা হয়নি। এই জোটের এক সদস্য রাষ্ট্র বাইরের কোনো দেশের আক্রমণের শিকার হলে তা পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে শিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের...

যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে...

বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে...

নালিতাবাড়িতে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে উঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের...

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার...

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তার আমেরিকার থেকে বাংলাদেশে ফেরার পথে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্ট বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে মৃত্যু বরণ করেছে। নিহত...

সিংগাইরে বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর)...