October 18, 2024 - 12:08 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeনির্বাচিত কলামফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড...

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

spot_img


এন জি চক্রবর্তী

দ্বিতীয় ভাগ।
বাইশ অধ্যায়। (২৭তম অংশ)
খরচসমূহ।
দৈনন্দিন ও বাসার বিশেষ খরচ, ব্যবসায়িক ও শ্রমিক কর্মচারী, শিক্ষানবীশদের বেতন।

আগের অধ্যায়গুলোতে যেসব হিসাব দেখানো হয়েছে তার অতিরিক্ত কিছু খরচ ও হিসাব:
– বিবিধ ব্যবসায়িক খরচ
– সাধারণ খরচ
– পারিবারিক খরচ
– প্রাপ্তি
– পরিশোধ
– লাভক্ষতি
এ হিসাবগুলো দরকারী। কারণ এর প্রতিটি হিসাবের ব্যালান্স টানা সম্ভব। এবং তা দিয়ে আর্থিক বিবরণী তৈরী করা যায় এমনকি ব্যবসা কেমন চলছে, তাও বোঝা যায়।

এগুলো কোন কাজে লাগে আর কিভাবে এতে এন্ট্রি দিতে হয় তা পরিষ্কারভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করছি:
’বিবিধ ব্যবসায়িক খরচ’ বলতে ব্যবসা করতে হলে যে খরচগুলো ইনভেন্টরীর মত গুরুত্বপূর্ণ নয় ঠিকই, টাকার অংকেও ছোট ছোট, কিন্ত সে খরচ ছাড়া আবার চলেও না, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ধরা যাক, আপনি কোন জিনিস কিনছেন, তখন কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যান এদেরকে বখশিস দিতেই হয়। অথচ এগুলি আলাদা আলাদাভাবে পরিমানে এত ছোট যে এদের প্রত্যেকের জন্য আলাদাভাবে হিসাব রাখতে গেলে ’খাজনার চেয়ে বাজনা বড়’ হয়ে যায়। কথায় বলে না, ’খুদ খেয়ে পেট ভরেনা’।

আবার এমনও পারে যে একই কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যানকে আপনার একাধিক কাজে লাগালেন। একাধিক মানে – ধরুন আপনি একই চালানে একই জাহাজে হরেক রকমের মাল উঠাচ্ছেন। প্রত্যেকটি ওই ধরণের ছোটখাট খরচের জন্য মালওয়ারী হিসাব রাখতে গেলে আপনার পোষাবে না। তখন আপনাকে বাধ্য হয়ে ’বিবিধ ব্যবসায়িক খরচ’ নামের একটা হিসাব খুলতেই হবে। আর এর ব্যালান্স সবসময় ডেবিট হওয়া স্বাভাবিক। এর মধ্যেই আপনার পরোক্ষ যত খরচ সবই বুক করতে পারেন। তবে আবার কেউ কেউ এদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব রাখেন। যেভাবেই রাখুন, এর ব্যালান্স সবসময় ডেবিট হবে। যদি উল্টোটি দেখেন, মানে ক্রেডিট ব্যালান্স দেখেন, তবে বুঝবেন, পোষ্টিংএ কোথাও না কোথাও আপনি নির্ঘাত ভুল করেছেন।

আপনার মেমোরেন্ডামটিতে লিখুন, ’এই এই ওজন বা পরিমানের এই এই মালামাল জাহাজে উঠানো নামানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যান প্রভৃতিকে অত টাকা দেওয়া হলো’। আর তার জার্নালটি হবে:

পারিবারিক যে সমস্ত খরচ আছে তা থেকে কারো রেহাই নেই। তা সে শষ্য, মদ, তেল, লবন, মাংস, জুতা, টুপি, মোজা, ঝাড়–, বখশিষ, দর্জি, নাপিত, পাউরুটি, ধোপা ইত্যাদি, তারপর রান্নাঘরের বাসনপত্র, গামলা, হাঁড়িকুড়ি ইত্যাদি যাই হোক না কেন। কেউ কেউ এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা হিসাব রাখেন, যাতে দিন বা বছর শেষে এক নজরে কোন খাতে কত খরচ করেছেন, তা দেখতে পারেন। আপনিও চাইলে সে রকম করতে পারেন। আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা হিসাবও রাখতে পারেন। তবে, সব মিলিয়ে কমপক্ষে একটা হিসাবে সবগুলো একত্রেও রাখতে পারেন। বিবিধ ব্যবসায়িক খরচ এর হিসাব যেভাবে রাখেন, সেভাবে এই পারিবারিক খরচের হিসাবটা রাখতে পারেন। তবে যেভাবেই রাখুন, দৈনিককার খরচ দৈনিক লিপিবদ্ধ করুন।

আবার এমনও অনেকে থাকতে পারেন যারা সবগুলোর মধ্যে যেগুলি তাঁদের কাছে বেশী গুরুত্বপূর্ণ তার প্রত্যেকের জন্য হিসাব পৃথক রেথে বাকীদের জন্য একত্রে একটা হিসাব রাখেন। যাতে বছর শেষে কোন কোনটায় কত খরচ হলো পৃথকভাবে দেখে নিতে পারেন। আর একেবারই যেগুলি ছোট অংকের সেগুলির জন্য আলাদাভাবে ’ফ্লোট’ ব্যবহার করতে পারেন।

বাস্তব হচ্ছে এই যে, এত এত ছোট ছোট হিসাব পৃথক রাখা সম্ভব নয়। একত্রে রাখার জার্নালটি হবে এ রকম:

বিভিন্ন খরচের জন্য- যেমন ধরুন, আমোদ প্রমোদ, হারানো টাকা, ওয়েজার, আগুনে পুড়ে যাওয়ার ক্ষতি – যেগুলোকে বলতে পারি বিশেষ খরচ-এটাকেও পারিবারিক খরচের মধ্যে ধরা যেতে পারে। তবে, উপহার, উপঢৌকনসহ প্রত্যেকটির আলাদা আলাদা বাৎসরিক খরচ যদি আপনি জানতে চান, তাহলে খতিয়ানে তার প্রত্যেকটির বয়ান থাকতে হবে।

এ ব্যাপারে এখানে আর কিছু বলার নেই। আপনি নিশচয়ই ইতিমধ্যে আপনার লেনেদেনের যাবতীয় এন্ট্রি দিতে আপনি সক্ষম, যদি এ বইয়ে যতটুকু এ পর্যন্ত যা বলা হয়েছে তা মনে রাখতে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে- ’সাবসিডিয়ারী হিসাব’। এ হিসাবটি খতিয়ানসহ অন্যান্য বইতে কিভাবে খোলা হবে তার বিবরণ, যাতে আপনি ওই হিসাবটি নিজে রাখতে পারেন। (চলবে)

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

ক্যান্টন ফেয়ারে বৈশ্বিক ক্রেতাদের নজর কাড়ছে ওয়ালটনের এআই, আইওটি বেজড স্মার্ট পণ্য

কর্পোরেট ডেস্ক: চীনের গুয়াংজু শহরে চলছে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। বিশ্বের প্রায় প্রতিটি...

রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাষ্ট্র সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস...

ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হবার লজ্জার রেকর্ড গড়লো ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম...

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নাগরিকসহ আটক ৫

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: গত ৪৮ ঘন্টায় সাতক্ষীরায় বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পৃথক অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার সকাল ৮ টা...

নোয়াখালীতে বন্দোবস্তের পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখল

নোয়াখালী প্রতিনিধি: চান্দিনা ভিটি বন্দোবস্ত নিয়ে দোকানঘর নির্মাণ, পরবর্তীতে বন্দোবস্তের চার থেকে পাঁচগুণ জায়গা অবৈধভাবে দখলে নিয়ে বিল্ডিং কোড না মেনেই গড়ে তোলা হচ্ছে...

ন্যাশনাল টি’র চাঁদা গ্রহণের সময় বাড়ানো সহ অনিয়ম তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়াতে চাঁদা উত্তোলনের সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা...

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে বিচার কাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন...

মার্সেল পণ্য কিনে গাড়ি ফ্রি পাওয়ার সুযোগ

কর্পোরেট ডেস্ক: দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। এই সিজনে মার্সেল ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান...