December 23, 2024 - 10:50 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeনির্বাচিত কলামফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড...

ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

spot_img


এন জি চক্রবর্তী

দ্বিতীয় ভাগ।
বাইশ অধ্যায়। (২৭তম অংশ)
খরচসমূহ।
দৈনন্দিন ও বাসার বিশেষ খরচ, ব্যবসায়িক ও শ্রমিক কর্মচারী, শিক্ষানবীশদের বেতন।

আগের অধ্যায়গুলোতে যেসব হিসাব দেখানো হয়েছে তার অতিরিক্ত কিছু খরচ ও হিসাব:
– বিবিধ ব্যবসায়িক খরচ
– সাধারণ খরচ
– পারিবারিক খরচ
– প্রাপ্তি
– পরিশোধ
– লাভক্ষতি
এ হিসাবগুলো দরকারী। কারণ এর প্রতিটি হিসাবের ব্যালান্স টানা সম্ভব। এবং তা দিয়ে আর্থিক বিবরণী তৈরী করা যায় এমনকি ব্যবসা কেমন চলছে, তাও বোঝা যায়।

এগুলো কোন কাজে লাগে আর কিভাবে এতে এন্ট্রি দিতে হয় তা পরিষ্কারভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করছি:
’বিবিধ ব্যবসায়িক খরচ’ বলতে ব্যবসা করতে হলে যে খরচগুলো ইনভেন্টরীর মত গুরুত্বপূর্ণ নয় ঠিকই, টাকার অংকেও ছোট ছোট, কিন্ত সে খরচ ছাড়া আবার চলেও না, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। ধরা যাক, আপনি কোন জিনিস কিনছেন, তখন কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যান এদেরকে বখশিস দিতেই হয়। অথচ এগুলি আলাদা আলাদাভাবে পরিমানে এত ছোট যে এদের প্রত্যেকের জন্য আলাদাভাবে হিসাব রাখতে গেলে ’খাজনার চেয়ে বাজনা বড়’ হয়ে যায়। কথায় বলে না, ’খুদ খেয়ে পেট ভরেনা’।

আবার এমনও পারে যে একই কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যানকে আপনার একাধিক কাজে লাগালেন। একাধিক মানে – ধরুন আপনি একই চালানে একই জাহাজে হরেক রকমের মাল উঠাচ্ছেন। প্রত্যেকটি ওই ধরণের ছোটখাট খরচের জন্য মালওয়ারী হিসাব রাখতে গেলে আপনার পোষাবে না। তখন আপনাকে বাধ্য হয়ে ’বিবিধ ব্যবসায়িক খরচ’ নামের একটা হিসাব খুলতেই হবে। আর এর ব্যালান্স সবসময় ডেবিট হওয়া স্বাভাবিক। এর মধ্যেই আপনার পরোক্ষ যত খরচ সবই বুক করতে পারেন। তবে আবার কেউ কেউ এদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব রাখেন। যেভাবেই রাখুন, এর ব্যালান্স সবসময় ডেবিট হবে। যদি উল্টোটি দেখেন, মানে ক্রেডিট ব্যালান্স দেখেন, তবে বুঝবেন, পোষ্টিংএ কোথাও না কোথাও আপনি নির্ঘাত ভুল করেছেন।

আপনার মেমোরেন্ডামটিতে লিখুন, ’এই এই ওজন বা পরিমানের এই এই মালামাল জাহাজে উঠানো নামানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক কুলি, ওজনদার, প্যাকার, জাহাজের খালাসি, ডেলিভারীম্যান প্রভৃতিকে অত টাকা দেওয়া হলো’। আর তার জার্নালটি হবে:

পারিবারিক যে সমস্ত খরচ আছে তা থেকে কারো রেহাই নেই। তা সে শষ্য, মদ, তেল, লবন, মাংস, জুতা, টুপি, মোজা, ঝাড়–, বখশিষ, দর্জি, নাপিত, পাউরুটি, ধোপা ইত্যাদি, তারপর রান্নাঘরের বাসনপত্র, গামলা, হাঁড়িকুড়ি ইত্যাদি যাই হোক না কেন। কেউ কেউ এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা হিসাব রাখেন, যাতে দিন বা বছর শেষে এক নজরে কোন খাতে কত খরচ করেছেন, তা দেখতে পারেন। আপনিও চাইলে সে রকম করতে পারেন। আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা হিসাবও রাখতে পারেন। তবে, সব মিলিয়ে কমপক্ষে একটা হিসাবে সবগুলো একত্রেও রাখতে পারেন। বিবিধ ব্যবসায়িক খরচ এর হিসাব যেভাবে রাখেন, সেভাবে এই পারিবারিক খরচের হিসাবটা রাখতে পারেন। তবে যেভাবেই রাখুন, দৈনিককার খরচ দৈনিক লিপিবদ্ধ করুন।

আবার এমনও অনেকে থাকতে পারেন যারা সবগুলোর মধ্যে যেগুলি তাঁদের কাছে বেশী গুরুত্বপূর্ণ তার প্রত্যেকের জন্য হিসাব পৃথক রেথে বাকীদের জন্য একত্রে একটা হিসাব রাখেন। যাতে বছর শেষে কোন কোনটায় কত খরচ হলো পৃথকভাবে দেখে নিতে পারেন। আর একেবারই যেগুলি ছোট অংকের সেগুলির জন্য আলাদাভাবে ’ফ্লোট’ ব্যবহার করতে পারেন।

বাস্তব হচ্ছে এই যে, এত এত ছোট ছোট হিসাব পৃথক রাখা সম্ভব নয়। একত্রে রাখার জার্নালটি হবে এ রকম:

বিভিন্ন খরচের জন্য- যেমন ধরুন, আমোদ প্রমোদ, হারানো টাকা, ওয়েজার, আগুনে পুড়ে যাওয়ার ক্ষতি – যেগুলোকে বলতে পারি বিশেষ খরচ-এটাকেও পারিবারিক খরচের মধ্যে ধরা যেতে পারে। তবে, উপহার, উপঢৌকনসহ প্রত্যেকটির আলাদা আলাদা বাৎসরিক খরচ যদি আপনি জানতে চান, তাহলে খতিয়ানে তার প্রত্যেকটির বয়ান থাকতে হবে।

এ ব্যাপারে এখানে আর কিছু বলার নেই। আপনি নিশচয়ই ইতিমধ্যে আপনার লেনেদেনের যাবতীয় এন্ট্রি দিতে আপনি সক্ষম, যদি এ বইয়ে যতটুকু এ পর্যন্ত যা বলা হয়েছে তা মনে রাখতে পারেন। পরবর্তী বিষয় হচ্ছে- ’সাবসিডিয়ারী হিসাব’। এ হিসাবটি খতিয়ানসহ অন্যান্য বইতে কিভাবে খোলা হবে তার বিবরণ, যাতে আপনি ওই হিসাবটি নিজে রাখতে পারেন। (চলবে)

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন...

নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী ও আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (২২...

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটিমার্কিন (২ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ...

এনসিসি ব্যাংকের ভুলতা উপশাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এনসিসি ব্যাংক এর ভুলতা উপশাখা রবিবার (২২ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ...

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬ তম শাখা হিসেবে নওয়াপাড়া শাখা, যশোর রবিবার (২২ ডিসেম্বর,২০২৪) উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল...

এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

কর্পোরেট ডেস্ক: শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনের যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি...

৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো তমিজুদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, রিং শাইন টেক্সটাইল লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ...

রাইট শেয়ারের মূল্য কমালো কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়রের ইস্যু মূল্য ১০ টাকা কমানোর সিদ্ধান্ত...