October 8, 2024 - 12:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারসূচকের উত্থানে লেনদেন শেষ

সূচকের উত্থানে লেনদেন শেষ

spot_img

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৩ কোটি ১৩ লক্ষ ৯০ হাজার ৪৬৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫২৪ কোটি ৫৬ লক্ষ ৬২ হাজার ৪৯৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২১.৬৫ পয়েন্ট বেড়ে ৫২৪১.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.৯৫ পয়েন্ট বেড়ে ১৮৭৭.৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৭১ পয়েন্ট বেড়ে ১১৪৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বীচ হ্যাচারী, ব্র্যাক ব্যাংক, সী পার্ল বীচ, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, বিএটিবিসি, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ ও ফরচুন সুজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., সিএপিএম আইবিবিএল মি. ফা., সিকদার ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মি. ফা., আইসিবি, এটলাস বাংলাদেশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা. ও কপারটেক ইন্ডাস্ট্রিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট ফাইন্যান্স, লিন্ডে বাংলা, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মনোস্পুল পেপার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ. বিআইএফসি, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসী ফুটওয়্যার ও জেমিনী সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৯৬৩৪৯৭৫৬২২৬.০০।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ