March 17, 2025 - 10:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাতুরস্ককে উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোয় পর্তুগাল

তুরস্ককে উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোয় পর্তুগাল

spot_img

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচে জর্জিয়াকে হারানোর পর তুরস্ককে নিয়ে যথেষ্ট সাবধানি হয়ে নেমেছিল পর্তুগাল। তবে শনিবার (২২ জুন) জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জিততে একটুও অসুবিধা হল না। তুরস্ককে অনায়াসে ৩-০ হারিয়ে ইউরো কাপের প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। দলের হয়ে গোল করেন বের্নার্দো সিলভা, সামেত আকায়দিন (আত্মঘাতী) এবং ব্রুনো ফের্নান্দেস।

অনায়াসে এই ম্যাচে তৃতীয় গোলটি করতে পারতেন রোনাল্ডো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস তুরস্কের এক ফুটবলারের গায়ে লেগে তাঁর সামনে এসে পড়েছিল। রোনাল্ডোর সামনে ছিলেন শুধু গোলকিপার আলতে বাইন্দার। রোনাল্ডোর সঙ্গে বাঁ দিক দিয়ে ছুটছিলেন ব্রুনো। রোনাল্ডোর কাছে নিজে গোল করার সব রকম সুযোগ থাকলেও তিনি নিঃস্বার্থ হয়ে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন। ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেলেন এবং রোনাল্ডোকে গিয়ে জড়িয়ে ধরেন।

পর্তুগাল প্রথমার্ধেই দু’টি গোল করে ফেলেছিল। ছ’মিনিটেই তুরস্কের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। তুরস্কের জেকি চেলিক লম্বা বল বাড়িয়েছিলেন পর্তুগালের বক্সে। কিন্তু দু’গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন কেরেম আকতুরকোগ্লু। পরের মিনিটেই রোনাল্ডোর হেড বারের উপর দিয়ে বেরিয়ে যায়। পর্তুগাল ক্রমশ চাপ বাড়াচ্ছিল। বলের নিয়ন্ত্রণও ছিল তাদের পায়েই। বাঁ দিক থেকে বার বার আক্রমণে উঠছিলেন রাফায়েল লিয়াও। তবে গোলের মুখ খুলছিল না।

তা খুলে যায় ২২ মিনিটে। বাঁ দিক থেকে লিয়াওয়ের ক্রস ধরতে গিয়েও পারেননি রোনাল্ডো। তা যায় ফাঁকায় থাকা বের্নার্দোর কাছে। তিনি চলতি বলে বাঁ পায়ের শটে জালে জড়ান। বড় প্রতিযোগিতায় এটাই প্রথম গোল বের্নার্দোর। ২৮ মিনিটে আবার এগিয়ে যায় পর্তুগাল। এ বার দোষ পুরোটাই তুরস্কের রক্ষণের।

পর্তুগালের একটি আক্রমণ বিপক্ষের বক্সে পৌঁছনোর আগেই শেষ হয়ে যায়। ডিফেন্ডার আকায়দিন সেই বল পেয়ে পাস দিয়েছিলেন গোলকিপারকে। কিন্তু পাস দেওয়ার সময় দেখেনইনি গোলকিপার কোথায় রয়েছেন। বাইন্দার তত ক্ষণে বাঁ দিকে সরে এসেছিলেন। বল তাঁর ডান দিক দিয়ে বেরিয়ে গোলের দিকে এগোতে থাকে। তুরস্কের আর এক ডিফেন্ডার ঝাঁপিয়ে সেই বল বার করলেও তা আগেই গোলে ঢুকে যায়।

দু’গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ থামেনি পর্তুগাল। রোনাল্ডো নিজে দূর থেকে গোটা দুয়েক শট নেন। এর মাঝেই ভুয়ো ডাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন লিয়াও। পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না। পর্তুগালের পজেশন সত্ত্বেও প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তুরস্ক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ব্রুনোর গোলের পর তুরস্কের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষের দু’টি গোলই তারা খেয়েছে রক্ষণের ভুলে। জর্জিয়ার বিরুদ্ধে যে আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল তাদের, তা পর্তুগালের বিরুদ্ধে খুঁজেই পাওয়া যায়নি।

শেষ ম্যাচে আগামী বুধবার (২৬ জুন) দিবাগত রাতে জর্জিয়ার মুখোমুখি হবে রোনালদো-ব্রুনোরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

হাসপাতালে ভর্তি এ আর রহমান

বিনোদন ডেস্ক : আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। রোববার (১৬ মার্চ) চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি...

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলছে ২৭ মার্চের টিকিট

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার (১৪ মার্চ) থেকে। সেই...

দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু, কর্মবিরতি প্রত্যাহার

কর্পোরেট সংবাদ ডেস্ক : কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রোরেলের কর্মীরা। এতে টিকিট ব্যবস্থাও চালু হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার...

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবরটি সত্য নয়: প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না মর্মে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে...

আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে নতুন করে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি...

সিলেট টিটিসির এক ড্রাইভার যখন কোটি টাকার মালিক!

সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) এক ড্রাইভার দীর্ঘ ২০ বছর কর্মস্থলে থাকার অভিযোগ উঠেছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমল থেকে রয়েছে...

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা...

সাতক্ষীরায় জলবদ্ধতা নিরসনে ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সুইচ গেট নির্মাণের কাজ শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নিন্ম অঞ্চলের মানুষের জলবদ্ধতা নিরসন বিনেরপোতায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সুইচ গেট নির্মাণের কাজ শুরু...