জুলাই ৯, ২০২৪ - ৪:৩২ পূর্বাহ্ণ
Homeসারাদেশ ও রাজনীতিরাজনীতিচুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠিত

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: “জাগো কৃষক বাঁধো জোট” প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় দিনব্যাপী কৃষক জোটের কংগ্রেস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সেবার সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দি এশিয়া ফাউন্ডেশন সহযোগিতায় ও রিসোর বাস্তবায়নে আজ শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা কৃষক জোট। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও কৃষক জোটের পতাকা উত্তোলন ও শ্বেতকপোত অবমুক্তকরণ।

জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে সমাপ্তি হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

আলোচনা সভায় বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ অভিযোগ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এএইচএম শামিমুজ্জামান, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ জাকারিয়া, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর আশিনুর রেজা, চুয়াডাঙ্গা রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও সম্বেলন ঘোষণাপত্র পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস।

কৃষক জোটের পক্ষ থেকে দাবিনামা উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত জোয়ার্দ্দার।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সহসভাপতি শেফালী খাতুন।

কৃষক জোটের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, আলনডাঙ্গা উপজেলা কৃষক জোটের সভাপতি এমদাদুল হক, দামুড়হুদা উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, জীবননগর উপজেলা কৃষক জোটের সভাপতি আবুল কালাম আজাদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আহাম্মদ আলী, কেডিকে ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল কাদের, পদ্মবিলা ইউনিয়ন কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতৃবৃন্দ।

এদিকে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির কলাকুশলীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষক জোটের কংগ্রেস অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।

অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ