April 14, 2025 - 7:57 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট ভয়েসজন গোমেজ, বাংলাদেশের রাষ্ট্রদূত, ফিলিপাইন

জন গোমেজ, বাংলাদেশের রাষ্ট্রদূত, ফিলিপাইন

spot_img

আদালতের নির্দেশে ৮ কোটি ১০ ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। বাকি অর্থ কবে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না, এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এ জন্য বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হবে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। 

প্রশ্ন: আমরা জেনেছি যে ফিলিপাইনের আদালত বাংলাদেশকে চুরি যাওয়া অর্থের একটি অংশ ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। কবে নাগাদ এই ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত আসবে?
জন গোমেজ: গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ডলার হ্যাক করে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ যায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার চারটি হিসাবে। সেখান থেকে এই অর্থ চলে যায় বিভিন্ন জুয়া খেলার আসরে (ক্যাসিনো)। আমরা বলেছি, চুরি হওয়া ওই অর্থ আরসিবিসি থেকে ক্যাসিনো হয়ে সরিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ফিলিপাইনের তদন্তকারীরা বলেছেন, আরসিবিসির পদ্ধতিগত ব্যর্থতার কারণে এমনটি ঘটেছে।
গত সপ্তাহে, সোমবার রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি মার্কিন ডলার (১২০ কোটি টাকা) বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং চুরির এ অর্থ জমা দিয়েছিলেন। এটি ফেরত পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ফিলিপাইনের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল নগদ (ক্যাশ) নিতে। কিন্তু নগদ অর্থ বাংলাদেশে কীভাবে পাঠানো সম্ভব। পরে আলোচনার পর আমরা একটা সিদ্ধান্তে আসি। কোনো একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এ টাকা বাংলাদেশ ব্যাংক অথবা নিউইয়র্কের রিজার্ভে জমা করে দেওয়া হবে। এ বিষয়ে এখন ফিলিপাইনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে।

প্রশ্ন: এটা তো চুরি যাওয়া অর্থের একটা অংশ। বাকি অর্থের ভবিষ্যৎ কী?
জন গোমেজ: কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে যে অংশ ফেরত পাওয়া যাবে না, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কাছে দাবি করা যাবে। ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির পর ফিলিপাইনে অর্থ উদ্ধারের পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে বলতে পারি, চুরির পুরো টাকা ফেরত পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে আরসিবিসিতে যে পুরো অর্থ গিয়েছিল, তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ ফিলিপাইন সরকারের কাছেও আছে। তাই এই অর্থ দাবি করা সম্ভব।

প্রশ্ন: চুরি যাওয়া বাকি অর্থ কোথায় আছে?
জন গোমেজ: চুরি যাওয়া অর্থের বড় অংশের হদিস আমাদের কাছে আছে। অনেক জায়গায় বলা হচ্ছে, কোনো হদিস নেই—এমনটি নয়। মামলা চলছে বেশ কিছু। এসব মামলার মাধ্যমে সময় লাগলেও চুরির পুরো অর্থ আমরা ফেরত পাব বলে আমি আশাবাদী। এর মধ্যে ২৫ থেকে ২৭ লাখ ডলার আগামী এক থেকে দুই মাসের মধ্যে পাওয়া যাবে। এই অর্থ সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে বাজেয়াপ্ত করে রাখা আছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে শুক্রবার ফিলিপাইন সরকারের সঙ্গে আলোচনা করব আমরা। তারপরই সিদ্ধান্ত হবে ফেরত পেতে পরের পদক্ষেপ কী হবে।

প্রশ্ন: ফিলিপাইনের সংশ্লিষ্ট ব্যক্তিরা কি বাংলাদেশকে অর্থ ফেরত দিতে আগ্রহী?
জন গোমেজ: তদন্তের শুনানির একপর্যায়ে ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার ক্যাসিনো সম্পত্তি বাজেয়াপ্ত করেন ফিলিপাইনের সুপ্রিম কোর্ট। তবে এই টাকা বাংলাদেশের নয় বলে আপিল করা হয় ফিলিপাইনের পক্ষ থেকে। আমরা বলেছি, কেন এই টাকা বাংলাদেশের হবে না। এই ব্যবসায়ী চুরির ঘটনার সঙ্গে জড়িত। আমরা জোরালোভাবে বিশ্বাস করি, এই অর্থ রিজার্ভ চুরির অর্থ। আর এটা পেতে আইনি প্রক্রিয়ায় যাওয়া এখন আমাদের তৃতীয় পদক্ষেপ হবে। আমরা কিম অংয়ের বাজেয়াপ্ত এই অর্থ ফেরত পেতে কাজ করব। আমার ধারণা, এই অর্থের কিছু অংশ আমরা পাব।.
অর্থ উদ্ধারে সিনেটের যে শুনানি হয়, মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের কাছে ১ কোটি ৭০ লাখ ডলার আছে বলে কিম অং যে দাবি করেছিলেন; তা অস্বীকার করেছিলেন প্রতিষ্ঠানটির মালিক বাতিস্তা দম্পতি। পরে চলতি বছরের এপ্রিলে ফিলরেমের সম্পদ বাজেয়াপ্ত করে মামলা করে ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ সংস্থা (এএমসিএল)। এটাও আমরা দাবি করতে পারি।

প্রশ্ন: ফিলিপাইনে তো নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন প্রেসিডেন্টের মনোভাব কী?
জন গোমেজ: সবচেয়ে আশার দিক হচ্ছে, ফিলিপাইনের নতুন সরকার বাংলাদেশকে এই অর্থ ফেরত দিতে খুবই আগ্রহী। ফিলিপাইনের নির্বাচনের পর সরকার পরিবর্তন হয়েছে। নতুন প্রেসিডেন্ট হয়েছেন মাভেরিক রদ্রিগো দুতের্তে। তাঁর পক্ষ থেকে আমাদের সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রশ্ন: ফিলিপাইনে সামগ্রিক প্রতিক্রিয়াটি কেমন?
জন গোমেজ: এই ঘটনাকে ফিলিপাইনে খুবই গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। ওদের ইতিহাসে এত বড় জরিমানার ঘটনা ঘটেনি। আপনারা জানেন, আরসিবিসি ব্যাংকে ১ বিলিয়ন পেসো জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, যার এক কিস্তি ইতিমধ্যেই শোধ করেছে তারা। বিষয়টি আমাদের মাথায় আছে।

প্রশ্ন: বাংলাদেশ থেকে আর কী করার আছে?
জন গোমেজ: আগামী মাসে বাংলাদেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের একটি বড় প্রতিনিধিদল ফিলিপাইনে আসবে। প্রতিনিধিদলে থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও আইনসচিবও আসবেন। তাঁরা রিজার্ভ চুরির বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার ফেরতের বিষয়ে ফিলিপাইন নতুন সরকারের সঙ্গে আলোচনা করবেন। 
সূত্র: দৈনিক প্রথম আলো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মুক্তাগাছায় যুবতীর আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল করায় যুবক গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা আক্তার (১৭) নামের এক যুবতীর আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করায় যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশের এসআই(নিঃ)। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,...

এবারের সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সামিটে এখন পর্যন্ত ৩ হাজার একশ’ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

দেশের সব মসজিদে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান

কর্পোরেট সংবাদ ডেস্ক: দেশের সব মসজিদে একই সময় (দুপুর ১.৩০ মিনিট) জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রবিবার (১৩ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের...

জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেসক্ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষ্যে তার...

নির্মাণ উপকরণ বিষয়ে জিপিএইচ ইস্পাত ও পিডব্লিউডির যৌথ গবেষণা প্রকাশ

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং গণপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪২১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪২১তম সভা রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক...

অডিট ফার্মে আইটি এক্সিকিউটিভ ও ম্যানেজার আবশ্যক

দেশের একটি স্বনামধন্য অডিট ফার্মে আইটি বিভাগে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। পদের নাম : আইটি এক্সিকিউটিভ/সিনিয়র আইটি এক্সিকিউটিভ/আইটি ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ...

সোমবার বন্ধ পুঁজিবাজার

পুঁজিবাজার ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই...