শেয়ারবাজার ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯ টির, কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম । এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার।
২৩ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মেট্রো স্পিনিং, সি পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল এবং এশিয়া ইন্সুরেন্স লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ