শেয়ারবাজার ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৬ টি কোম্পানির শেয়ারের দাম। এদিন সর্বোচ্চ দর কমেছে ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে ।
এদিন ইউনাইটেড ইন্সুরেন্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৬.০৮ শতাংশ কমেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কর্ণফূলী ইন্সুরেন্স । কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫.৮৬ শতাংশ।
আর ৫.৪২ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নর্দান ইন্সুরেন্স।
দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্সে, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স এবং প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ