January 15, 2025 - 9:29 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন গ্রামবাসী

৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন গ্রামবাসী

spot_img
১৯৯০ সালে পথ হারিয়ে দামুড়হুদার হোগলডাঙ্গায় আসেন মানিকগঞ্জের আধ্যাত্মিক কিশোর হারেজ খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সাইংজুরি গ্রামের চেনু খানের ছেলে হারেজ খান তখন স্কুলছাত্র। সেই সময় পরিচয় হয় এক সাধু বাবার সাথে। পেয়ে বসে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের নেশা। ছিল গানের নেশাও। বাড়ির পাশেই একটি কুঁড়ে ঘরে বসে গান করতেন তিনি। মানুষকে দিতেন পানিপড়া। এক সময় কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান তিনি। ১৯৯০ সালে কিশোর হারেজ খানকে খুঁজে পায়নি তার পরিবার। সারাদেশঘুরে একপর্যায়ে তিনি চলে আসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা ‍উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। একটি গাছের নিচে বসে থাকতে দেখে তাকে বাড়ি নিয়ে যান হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা সোনাহার মণ্ডল। সেই থেকে নিজের ৫ ছেলে-মেয়ের মতো করেই লালন পালন করেন তাকে। তখন কিছুটা মানুষিকভাবে বিপর্যস্ত ছিলেন হারেজ। তবে, তাকে বাবা-মায়ের অভাব বুঝতে দেননি সোনাহার দম্পতি। সেখানে অনেক আদর যত্নে জীবন কাটতে শুরু করে তার। তার সাথে খুব সখ্যতা তৈরি হয় গ্রামের মানুষের।

সম্প্রতি সঠিক ঠিকানা বলতে পারায় হারেজের পরিবারের সাথে যোগাযোগ করেন সোনাহার মণ্ডলের ছেলে মতিয়ার রহমান। পরে তাকে সাথে নিয়ে যেতে গত শনিবার দুপুরে হোগলডাঙ্গা গ্রামে আসেন হারেজের পরিবার। দীর্ঘদিন পর ভাইকে দেখে কাঁন্নায় ভেঙে পড়েন একমাত্র বোন নূর জাহান। তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। অশ্রুসিক্ত হয় গ্রামের মানুষের চোখ। যেন কোন এক আপনজনকে বিদায় দিচ্ছেন তারা।

বিদায় অশ্রুসিক্ত হলেও দীর্ঘ ৩৩ বছর পর হারেজ আপন ঠিকানায় ফিরে যাওয়ায় খুশি সবাই।

হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়া জানান, খুব ছোট থেকে আমি হারেজ খানকে দেখছি। তিনি আসার পর গ্রামের সব মানুষ তাকে ভালবাসেন। তিনি তখন গান গাইতেন। গানের মাধ্যমে তিনি তার এলাকার নাম, পরিবারের সদস্যদের নাম বলতেন। তখন আমরা বুঝতাম না। সম্প্রতি তিনি তার বাবা মায়ের নাম ও ঠিকানা বললে তাদের সাথে যোগাযোগ করা হয়। তারা তাকে নিয়ে গেছেন।

সোনাহার মণ্ডলের ছেলে মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন থেকে আমার বাবা হারেজ ভাইকে লালন পালন করেছেন। সম্প্রতি সঠিক ঠিকানা বলতে পারায় আমি তার পরিবারের সাথে যোগাযোগ করি। মোবাইলফোনে ছবি ও ভিডিও কলে কথা বলে তারা হারেজকে শনাক্ত করেন। গতকাল শনিবার তারা মানিকগঞ্জ থেকে আমাদের বাড়ি আসেন। পরে হারেজ ভাইকে নিয়ে যান।

নিজের অন্য সন্তানদের মতো হারেজকে মানুষ করেছেন বলে জানান সোনাহার মণ্ডল। তিনি বলেন, ১৯৯০ সালে তাকে আমাদের গ্রামের বটতলায় পাই। তারপর তাকে বাড়ি নিয়ে আসি। তখন সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমাদের আদর যত্নে সে ভাল হয়ে উঠেছে। আমার ৫ ছেলে-মেয়ের মতো করেই তাকে আমি মানুষ করেছি। কখনও তাকে বাবা-মায়ের অভাব বুঝতে দিইনি। এখন তাকে বিদায় দিতে গিয়ে আমার বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমার আপন ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে।

হারেজ খানের বোন নূর জাহান খাতুন জানান, আমাদের বাবা মারা গেছেন। মা বেঁচে আছেন। ভাই হারিয়ে যাওয়ার পর তাকে অনেক খুঁজেও পায়নি। ৩৩ বছর পর একমাত্র ভাইকে খুঁজে পেয়ে অনেক আনন্দ লাগছে। তার সাথে আবার দেখা হবে ভাবতেও পারিনি। 

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা বলেন, এখনকার যুগে কেউ কাউকে দেখে না। কিন্তু সোনাহার মণ্ডল তার নিজের ছেলের মতো করেই হারেজকে লালন পালন করেছেন। সোনাহার মণ্ডলের এমন মানবিক কাজ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন...

কর্ণফুলী ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি: হাইকোর্টের নিষেধাজ্ঞা কি উপেক্ষিত?

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার...

কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী রশিদ আহমেদ (৬০) কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি...

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন'র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার...

নির্বাচন সংস্কারে যেসব প্রস্তাব দিলো কমিশন

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে কমিশন...

রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন: আইন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (১৫...

নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষক জনি আইচকে তার কার্যালয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে...

মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ‘উইনিং টুগেদার (একসাথে বিজয়লাভ)’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে ‘ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...