January 19, 2026 - 2:22 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশ৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন গ্রামবাসী

৩৩ বছর পর ফিরলেন আপন ঠিকানায়, অশ্রুসিক্ত বিদায়ে কাঁদলেন গ্রামবাসী

spot_img
১৯৯০ সালে পথ হারিয়ে দামুড়হুদার হোগলডাঙ্গায় আসেন মানিকগঞ্জের আধ্যাত্মিক কিশোর হারেজ খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সাইংজুরি গ্রামের চেনু খানের ছেলে হারেজ খান তখন স্কুলছাত্র। সেই সময় পরিচয় হয় এক সাধু বাবার সাথে। পেয়ে বসে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের নেশা। ছিল গানের নেশাও। বাড়ির পাশেই একটি কুঁড়ে ঘরে বসে গান করতেন তিনি। মানুষকে দিতেন পানিপড়া। এক সময় কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান তিনি। ১৯৯০ সালে কিশোর হারেজ খানকে খুঁজে পায়নি তার পরিবার। সারাদেশঘুরে একপর্যায়ে তিনি চলে আসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা ‍উপজেলার হোগলডাঙ্গা গ্রামে। একটি গাছের নিচে বসে থাকতে দেখে তাকে বাড়ি নিয়ে যান হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা সোনাহার মণ্ডল। সেই থেকে নিজের ৫ ছেলে-মেয়ের মতো করেই লালন পালন করেন তাকে। তখন কিছুটা মানুষিকভাবে বিপর্যস্ত ছিলেন হারেজ। তবে, তাকে বাবা-মায়ের অভাব বুঝতে দেননি সোনাহার দম্পতি। সেখানে অনেক আদর যত্নে জীবন কাটতে শুরু করে তার। তার সাথে খুব সখ্যতা তৈরি হয় গ্রামের মানুষের।

সম্প্রতি সঠিক ঠিকানা বলতে পারায় হারেজের পরিবারের সাথে যোগাযোগ করেন সোনাহার মণ্ডলের ছেলে মতিয়ার রহমান। পরে তাকে সাথে নিয়ে যেতে গত শনিবার দুপুরে হোগলডাঙ্গা গ্রামে আসেন হারেজের পরিবার। দীর্ঘদিন পর ভাইকে দেখে কাঁন্নায় ভেঙে পড়েন একমাত্র বোন নূর জাহান। তৈরি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। অশ্রুসিক্ত হয় গ্রামের মানুষের চোখ। যেন কোন এক আপনজনকে বিদায় দিচ্ছেন তারা।

বিদায় অশ্রুসিক্ত হলেও দীর্ঘ ৩৩ বছর পর হারেজ আপন ঠিকানায় ফিরে যাওয়ায় খুশি সবাই।

হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়া জানান, খুব ছোট থেকে আমি হারেজ খানকে দেখছি। তিনি আসার পর গ্রামের সব মানুষ তাকে ভালবাসেন। তিনি তখন গান গাইতেন। গানের মাধ্যমে তিনি তার এলাকার নাম, পরিবারের সদস্যদের নাম বলতেন। তখন আমরা বুঝতাম না। সম্প্রতি তিনি তার বাবা মায়ের নাম ও ঠিকানা বললে তাদের সাথে যোগাযোগ করা হয়। তারা তাকে নিয়ে গেছেন।

সোনাহার মণ্ডলের ছেলে মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন থেকে আমার বাবা হারেজ ভাইকে লালন পালন করেছেন। সম্প্রতি সঠিক ঠিকানা বলতে পারায় আমি তার পরিবারের সাথে যোগাযোগ করি। মোবাইলফোনে ছবি ও ভিডিও কলে কথা বলে তারা হারেজকে শনাক্ত করেন। গতকাল শনিবার তারা মানিকগঞ্জ থেকে আমাদের বাড়ি আসেন। পরে হারেজ ভাইকে নিয়ে যান।

নিজের অন্য সন্তানদের মতো হারেজকে মানুষ করেছেন বলে জানান সোনাহার মণ্ডল। তিনি বলেন, ১৯৯০ সালে তাকে আমাদের গ্রামের বটতলায় পাই। তারপর তাকে বাড়ি নিয়ে আসি। তখন সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। আমাদের আদর যত্নে সে ভাল হয়ে উঠেছে। আমার ৫ ছেলে-মেয়ের মতো করেই তাকে আমি মানুষ করেছি। কখনও তাকে বাবা-মায়ের অভাব বুঝতে দিইনি। এখন তাকে বিদায় দিতে গিয়ে আমার বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমার আপন ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে।

হারেজ খানের বোন নূর জাহান খাতুন জানান, আমাদের বাবা মারা গেছেন। মা বেঁচে আছেন। ভাই হারিয়ে যাওয়ার পর তাকে অনেক খুঁজেও পায়নি। ৩৩ বছর পর একমাত্র ভাইকে খুঁজে পেয়ে অনেক আনন্দ লাগছে। তার সাথে আবার দেখা হবে ভাবতেও পারিনি। 

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা বলেন, এখনকার যুগে কেউ কাউকে দেখে না। কিন্তু সোনাহার মণ্ডল তার নিজের ছেলের মতো করেই হারেজকে লালন পালন করেছেন। সোনাহার মণ্ডলের এমন মানবিক কাজ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট...

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দেওয়ার...

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এছাড়া ভ্যানে থাকা যাত্রী...

২৪ জানুয়ারি বিএসআরএমের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) পর্ষদ সভা আগামী ২৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ...

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থ-বাণিজ্য ডেস্ক: স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ...

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...