মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হাসপাতালের বিপরীতে সড়কের পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজাউদ দৌলা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
তিনি বলেন, নবজাতকের একটি হাত ভাঙা ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নবজাতকের লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
কর্পোরেট সংবাদ/এএইচ