মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবীতে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার- ট্যুয়াকের আয়োজনে যৌথ সংবাদ সম্মেলন করেছে ১০ টি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার- ট্যুয়াক সভাপতি আনোয়ার কামাল বলেন, নাব্যতা সংকটের অযুহাতে জাহাজ চলাচল বন্ধ করা হলেও, মিয়ানমার থেকে মালামাল পরিবহন বন্ধ নেই। তাই টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা অযৌক্তিক।
পর্যটন ব্যবসায়ীরা নিজেদের স্বার্থেই সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর জানিয়ে তিনি বলেন, পর্যটন শিল্প ধ্বংস করার লক্ষে সেন্টমার্টিন নিয়ে নানা প্রকারের অপপ্রচার করা হয়। চলতি মৌসুমে ওই নৌ-রুটে জাহাজ না চলায় প্রায় ৫ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে বলে জানান আনোয়ার কামাল।
এছাড়াও আর্থিক অনটনের কারনে বিশাল একটি জনগোষ্ঠী নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে এবং এতে আর্থ-সামাজিক অবক্ষয়ের আশংকা করেন ব্যবসায়ীরা।