গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পূবাইল বসুগাও এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আলহাদ (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলহাদের বাবা একজন রাজমিস্ত্রী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পূবাইলের বসুগাও রেললাইনের পাশেই বড় ভাই রিয়াজের সাথে খেলার করার সময় হঠাৎ চলন্ত ট্রেনে ধাক্কা লাগে মো. আলহাদের। পরে, রিয়াজের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডিউটি ডাঃ তাকে নিহত ঘোষণা করে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর সদর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:
গাজীপুরে মোজা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শ্যামলীর এন আর ট্রাভেলস থেকে ৩০ স্বর্ণের বার উদ্ধার, চালক-সুপারভাইজার আটক