শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ১১৩ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটি সর্বশেষ ১১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৮৮ বারে ৬ লাখ ৭৩ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ২.৬৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৭৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ২.৩৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনলিমা ইয়ার্ন, এডিএন টেলিকম, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, জুট স্পিনার্স, পূবালী ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।
কর্পোরেট সংবাদ/এএইচ