October 25, 2024 - 5:26 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারউত্থানে ফিরেছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেনও

উত্থানে ফিরেছে পুঁজিবাজার, বেড়েছে লেনদেনও

spot_img

শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে টানা তিন কর্মদিবস সূচকের পতনের পর উত্থানে ফিরেছে। এদিন বিমা খাতের পাশাপাশি খাদ্য, ওষুধ এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম বাড়ায় সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পুঁজিবাজারে এই উত্থান হয়েছে।

তিন খাতের দাপটে দাম কমার বিপরীতে তিন গুণের বেশি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে গত বৃহস্পতি, রোববার এবং সোমবার দরপতনের পর আজ পুঁজিবাজারে উত্থান হলো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ দিন বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৮ কোম্পানির শেয়ারর দাম। বিমা খাতের পাশাপাশি খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে উত্থান হয়েছে।

ডিএসইর দেওয়া তথ্য মতে, মঙ্গলবার বাজারে লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানির মধ্যে ২৯টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ১১৮টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫১টি কোম্পানির শেয়ারের দাম।তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

এদিন ২৯৮টি কোম্পানির ৯ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ২৩১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৫২২ কোটি ৭৬ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ২ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল মেঘনা লাইফের শেয়ার।এরপরের তালিকায়  ছিল— কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং,প্যারামাউন্ট টেক্সটাইল, রয়েল টিউলিপ সি পার্ল বিচ, রূপালী  ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ২৬ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৯৯টির দাম।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৭৯৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৬২১ টাকার শেয়ার।

কর্পোরেট সংবাদ/এএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...