নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা হাজী আবুল কালামের কাছে থাকা ২ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ০৪৭টি শেয়ারের মধ্য থেকে তিনি ১ কোটি ১৫ লাখ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডার তার ছেলে মোহাম্মদ নাসিম কালামকে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। এর আগে তিনি ৪ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।