নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৬৭৪ বারে ২৩ লাখ ৬৮ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ১৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৭.৩৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর ১০ টাকা বা ৬.৬০ শতাংশ দর বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবি ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।