January 19, 2026 - 11:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার ভ্যান কেড়ে নিল এনজিওকর্মী

ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার ভ্যান কেড়ে নিল এনজিওকর্মী

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে ছেলের কিস্তির টাকা না পেয়ে বৃদ্ধ বাবার পাখিভ্যান কেড়ে নিয়ে গেছে আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মাঠকর্মী ফারিহা।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত দুই মাস আগে নারায়ণপুর গ্রামের দক্ষিণপাড়ার ভ্যানচালক আব্দুল করিমের ছেলে লিটন আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার থেকে ৬০ হাজার টাকা লোন তোলেন। লিটন বর্তমানে অসুস্থ হয়ে ঢাকায় আছেন।

লিটনের বোন জানান, আমার ভাই অসুস্থ থাকার কারণে কিস্তির টাকা দিতে পারেননি। আমার মা নেই। বাবা আমার কাছেই থাকেন। ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই সংসারে সহযোগিতা করেন। আমার বাবা লোনের জামিনদার ছিলেন। এজন্য ওই এনজিওকর্মী (ফারিহা) আমার বাবার পাখিভ্যানটা কেড়ে নিয়েছেন।

লিটনের বাবা আব্দুল করিম বলেন, আমার ছেলে লোন নিয়েছিল। সেখানে আমি স্বাক্ষর করেছিলাম। ওই এনজিওকর্মী একদিন আমার বাড়িতে এসে বলেন, ‘আপনি স্বাক্ষর করেছেন, টাকা আপনাকেই দিতে হবে।’ আমি বলেছি, আমার ভ্যান ছাড়া কিছু নেই। রোববার আমার ভ্যানটা তিনি কেড়ে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মাঠকর্মী ফারিহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ভ্যানটি নিয়ে আমার বাড়িতে রেখেছি। আমাদের অফিসের টাকা দিয়েই এই ভ্যানটি কিনে দেয়া হয়েছে। তাই ভ্যানটি নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, গত দুই মাস আগে ৬০ হাজার টাকা দিয়ে ভ্যান কিনে দেয়া হয়। প্রতি সপ্তাহে ১ হাজার ৫০০ টাকা কিস্তি দেয়ার কথা। এখন পর্যন্ত তিনটা কিস্তি দিয়েছেন। বাকি কিস্তি না দেয়ায় ভ্যান নিয়ে এসেছি। বিষয়টি আমার অফিসের ম্যানেজারও জানেন।

আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের জীবননগর শাখার ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, রোববার বিকেলে প্যাখিভ্যান চালকের নাতি এসে বিষয়টি জানিয়েছিল। আমি ভ্যান নিয়ে যাওয়ার কথা বলেছিলাম। তারপর আর তিনি আসেননি।

গ্রাহকের টাকা না পেয়ে তার বাবার ভ্যান নিয়ে আসা কতটা যুক্তিসঙ্গত জানতে চাইলে তিনি বলেন, এটা মোটেও ঠিক হয়নি।

আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের মহাব্যবস্থাপক মো. মোক্তার হোসেন বলেন, আমার জানামতে আমার কোনো কর্মী এমন ঘটনা ঘটাবেন না। আমি বিষয়টি খোঁজ নেব। ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ডা. কিসিঞ্জার চাকমা বলেন, এই ঘটনাটি আপনার নিকট থেকেই শুনলাম। কেউ এ ধরনের কোনো অভিযোগ দেয়নি। আমি ব্যক্তিগতভাবে মনে করি গরিব মানুষের সহায়সম্বল নিয়ে আসাটা অমানবিক। দেশে প্রচলিত আইন আছে। সেই আইন মোতাবেক যদি কারোও বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারে। সহায়সম্বল নিয়ে এভাবে টানাহেঁচড়া করাটা মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলতে পারে।

ভুক্তভোগীর আইনের দারস্থ হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ভুক্তভোগী যদি মনে করেন এই কাজের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে আইনের দারস্থ হবেন এবং বাকিটা আদালত দেখবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...