October 6, 2024 - 7:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যবেনাপোলে পণ্য আমদানি কমেছে সাড়ে ৫ লাখ টন

বেনাপোলে পণ্য আমদানি কমেছে সাড়ে ৫ লাখ টন

spot_img

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ কমছে। ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছিল প্রায় ১৭ লাখ ১১ হাজার টন পণ্য। আর চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ১১ লাখ ৫৩ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্য আমদানির পরিমাণ কমেছে ৫ লাখ ৫৮ হাজার টন।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩৯ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ২ হাজার ৬৩১ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০৮ কোটি ৭২ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। বেনাপোল কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্র বলছে, গত অর্থবছরে এর আগের অর্থবছরের চেয়ে বেনাপোল কাস্টমস হাউজে ৫৫৮ কোটি ৮ লাখ টাকা রাজস্ব কম আদায় হয়েছিল। সে সময় ৫ হাজার ১৫৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৪ হাজার ৫৯৯ কোটি ৯২ লাখ টাকা। এর আগে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৫৭ লাখ টাকা, সেখানে আদায় হয়েছিল ৪ হাজার ১৪৫ কোটি ১৪ লাখ টাকা। ওই বছর ঘাটতি ছিল ২ হাজার ৯৯ কোটি ৪৩ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ