January 19, 2026 - 11:03 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকাঠের তৈরী 'মাইক্রো' সাড়া ফেলেছে নওগাঁয়

কাঠের তৈরী ‘মাইক্রো’ সাড়া ফেলেছে নওগাঁয়

spot_img

রহমত উল্লাহ আশিক নওগাঁ প্রতিনিধি: পেশায় কাঠমিস্ত্রী, প্রাতিষ্ঠানিক বেশি পড়াশোনা না থাকলেও নিজের প্রচেষ্টায় নতুন কিছু তৈরীর রয়েছে অদম্য ইচ্ছে। রাস্তায় বিভিন্ন যানবাহন দেখতে দেখতে ভাবতেন কীভাবে তৈরি করা যায় কাঠের গাড়ি। কাজের ফাঁকে ফাঁকে নিজ বাড়িতে বসে কাঠের তৈরি গাড়ি বানানো শুরু করেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কাঠমিস্ত্রি সামসদ্দিন মন্ডল।

দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় কাঠ দিয়ে ‘কাঠের মাইক্রো’কে পূর্ণাঙ্গ রূপ দেন তিনি। ইতোমধ্যেই দৃষ্টিনন্দন গাড়িটি নিয়ে চলাচল শুরু করায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। এর আগেও তিনি কাঠের তৈরি মোটরসাইকেল বানিয়ে সাড়া ফেলেছিলেন এলাকায়।

৫০ বছর বয়সী সামসদ্দিন মন্ডল নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে আসছেন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় প্রথমিকের গন্ডি টাও শেষ করার সুযোগ হয়নি তার।

গাড়িটির পুরো বডি কাঠের তৈরি ‘মাইক্রো’ আদলে নির্মাণ । চলছে বৈদ্যুতিক চার্জের সাহায্যে। চালকসহ পেছনে বসার জন্য দুটি সিট রয়েছে।

নির্মাতা বলেন, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এ গাড়িটি তৈরিতে তার ৪৯ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে গাড়িটিতে লাগানো রয়েছে ১২০ এমপিআর একটি পুরাতন ব্যাটারি। একবার চার্জ দিলে চলছে ১৫ থেকে ২০ কিলোমিটার।তবে, চারটি নতুন ব্যাটারি লাগানো গেলে এক চার্জে সারা দিন চালানো যাবে গাড়িটি।

গাড়িটি নিয়ে নিজের ব্যক্তিগত কোনো কাজে বের হলে তা নজর কাড়ছে পথচারীদের। একনজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করছেন লোকজন। কেউ কেউ আবার এ গাড়িটির সঙ্গে নিজের ছবি তুলে রাখছেন মুঠোফোনে।

স্থানীয় বাসিন্দা বলেন, ‘কাঠ দিয়ে যে এত সুন্দর গাড়ি বানানো যায়, এর আগে কখনও দেখিনি। দেখে খুব ভালো লাগল। সামসদ্দিনের মেধার প্রশংসা করতে হয়।

কাঠের গাড়ির নির্মাতা সামসদ্দিন মন্ডল বলেন, ‘রাস্তায় বিভিন্ন যাহবাহন চলাচল করতে দেখে ভাবতাম কীভাবে নিজে গাড়ি তৈরি করব। একদিন শখ করে বাজার থেকে কাঠ কিনে আনি। প্রথমে কীভাবে কাঠের ভাঁজ দিলে ভালো হবে সেইভাবে ভাঁজ দিতাম। কাজের ফাঁকে ফাঁকে শুরু করলাম গাড়ি বানানোর কাজ। ছয় মাসের মধ্যে গাড়িটি বানানো শেষ করি।’

তিনি আরও বলেন, ‘এই কাজে কেউ সহযোগিতা করেনি। নিজের চিন্তা-ভাবনা থেকেই তৈরি করি কাঠের গাড়ি। গাড়িটির চাকা ও এক্সেল ছাড়া সব জায়গাতে ব্যবহার করেছি কাঠ। গাড়ি বানাতে খরচ হয়েছে ৪৯ হাজার টাকা। তবে এখনও বাকি আছে রং করা।’

তিনি জানান, প্রথম দিনে গাড়ি নিয়ে যখন রাস্তায় বের হয়েছেন, তার খুবই ভালো লাগছিল। সেদিন থেকেই এখনও গাড়িটি নিয়ে বের হলে সবাই দেখতে ভিড় করে। অনেক সময় বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে আসতে হয় তাকে। সবাই প্রশংসা করেন তার মেধা ও গাড়ির।

সামসদ্দিন বলেন, ‘সরকার সহযোগিতা করলে এর চেয়ে আরও উন্নত গাড়ি বানাতে পারব। আমার মাথায় এখন শুধু এ ধরনের চিন্তাই বেশি কাজ করে।’

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন, ‘নিজের প্রচেষ্টায় কাঠ দিয়ে পরিবেশবান্ধব এমন গাড়ি তৈরি করায় আসলেই প্রশংসার দাবিদার সামসদ্দিন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে কীভাবে সহযোগিতা করা যায়, সেই ব্যবস্থা দ্রুত নেয়ার চেষ্টা করছি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আজ সোমবার (১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা রবিবার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব...

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় নির্বাচন করবেন?

কর্পোরেট সংবাদ ডেস্ক: জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি...