শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু ওয়াং ফুড লিমিটেডের ২৩৯ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকার প্রথম অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে ফু ওয়াং ফুডের মোট ৫ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৯ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু ওয়াং ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়।
কোম্পানিটি সর্বশেষ শেয়ারহোল্ডারদের ১.৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো ২০২০ সালে । গত দুই বছর ধরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি খাদ্য ও আনুসাঙ্গিক খাতের এই কোম্পানি ।
ডিএসইর তথ্যমতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা । আগের হিসাব বছরে শেয়ার প্রতি আয় হয়েছিলো ০৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩ টাকা ১৮ পয়সায়।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সি ফুডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১১০ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ০৮ লাখ ৩৯ হাজার ২৮৪ টি। এর মধ্যে ৭ দশমিক ৮৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬ দশমিক ০৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ০১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৮৫ দশমিক ০৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ৫৯পয়সা থেকে ৪৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
কর্পোরেট সংবাদ/এএইচ