January 19, 2026 - 2:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদচাইনিজ কোম্পানিগুলির জন্য বাংলাদেশে নিরাপদ স্থান

চাইনিজ কোম্পানিগুলির জন্য বাংলাদেশে নিরাপদ স্থান

spot_img

নিজস্ব প্রতিবেদক : চীনা বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আদর্শ ও নিরাপদ জায়গা। বাংলাদেশ সরকার অবকাঠামো, আইসিটি, সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণে পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশের এই উদ্যোগ চীনা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।চীনা বিনিয়োগের নিরাপদ স্থান এখন বাংলাদেশ। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভ করতে পারবে। পাশাপাশি তাদের জন্য এখানে ঝুঁকিও অনেক কম বলে জানিয়েছেন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন (ইআরডি) বিভাগের অতিরিক্ত সচিব এ.এইচ.এম জাহাঙ্গীর।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশের এই সহযোগিতার সম্পর্ক অনেক দিন আগের। ২০০৯ সালে শেখ হাসিনা চাইনিজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখন আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিলো। সেই সময়ে বেশ কিছু নতুন চুক্তি হয়েছিলো। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে গত কয়েক বছরে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং টানেল নির্মাণে চায়নার বহু কোম্পানি জড়িত রয়েছে। একইভাবে পদ্মা সেতু নির্মাণেও তারা জড়িত ছিলো। আমি অনেক চায়না প্রকল্পে ভিজিট করেছি। তারা সবক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রস্তুত।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে পাবলিক পার্টনারশিপ অথরিটির স্পেশালিষ্ট এ.এম আল-আমিন বলেন, চায়নার বিভিন্ন ব্যাংক দেশের অবকাঠামো উন্নয়নে অবদান রাখছে। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু হাইওয়ে ও ব্রিজ তৈরিতেও তাদের অবদান রয়েছে। বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের অনেক অবকাঠামো খাতে চায়নার প্রতিষ্ঠান কাজ করছে। ইনভেস্টমেন্ট, অবকাঠামো উন্নয়ন এবং টেকনোলজি সাপোর্ট দিচ্ছে। আরএমজি খাতে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি।

বাংলাদেশ ব্রিজ অথরিটির চিফ ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ ফেরদাউস বলেন, পদ্মা সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। এতে চায়নার বেশ কিছু ইঞ্জিনিয়ার কাজ করেছেন। কর্ণফুলী টানেলেও তাদের অনেক অবদান রয়েছে। এরকম নতুন নতুন অলেক প্রকল্পের কাজ শেষের দিকে রয়েছে। বিসিসিসিআই’র সেক্রেটারি আল মামুন মৃধা বলেন, দেশের বিভিন্ন খাতে চায়নার কোম্পানির অবদান রয়েছে। চায়না বাংলাদেশের বিশ্বস্ত সঙ্গী। ভবিষ্যতেও একসঙ্গে আমরা এগিয়ে যেতে চাই। এসআলম গ্রুপের এডভাইসর এএসএম আলমগীর কবির বলেন, দেশের পাওয়ার খাতের উন্নয়নে সবক্ষেত্রেই চায়নার কোম্পানিগুলো অবদান রেখেছে। এসআলম গ্রুপ দেশের বিভিন্ন খাত নিয়ে কাজ করছে। স্টীল, সিমেন্ট, ফাইন্যান্স, ব্যাংক, রিয়েল এস্টেট এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে এই গ্রুপটি কাজ করে যাচ্ছে। চায়নার কোম্পানিগুলোর সাথে দেশের যেসব কোম্পানি কাজ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

পাওয়ারভিশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান বলেন, ২০১০ সালের আগে প্রধানমন্ত্রী চায়নায় গিয়েছিলেন। তখন ৪৪৫ বাংলাদেশ ও চায়নার ব্যবসায়ীর একসঙ্গে একটি হোটেলে মিটিংয়ে বসেছিলেন। সেসময় অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছিলো। এরপর গত ১০ বছরে দেশের রোড, ব্রিজ ও বিদ্যুৎ খাতে ব্যাপক অবদান রেখেছে চায়নিজরা। এখন আমরা যে স্থানে এসেছি তাতে আমরা গর্বিত। সব ধরনের বড় প্রোজেক্টে চাইনিজ মেশিনারিজ ব্যবহার করা হয়। বিশ্বের মধ্যে এখনো বাংলাদেশে সবচেয়ে কম দামে শ্রমিক পাওয়া যায়।

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৩’ এর উদ্বোধন করা হয়। আজ এ প্রদর্শনীর দ্বিতীয় দিন চলছে। প্রদর্শনী চলাকালে বিসিসিসিআই ও চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একাধিক সেমিনার, দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির মেলা ও ব্যবসায়ী সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে ৬০টির বেশি স্টলে বিভিন্ন চীনা ও দেশী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএল ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট...

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দেওয়ার...

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এছাড়া ভ্যানে থাকা যাত্রী...

২৪ জানুয়ারি বিএসআরএমের পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) পর্ষদ সভা আগামী ২৪ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ...

নির্দিষ্ট ধরনের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিতের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

অর্থ-বাণিজ্য ডেস্ক: স্থানীয় বস্ত্রকল মালিকদের সুরক্ষার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ...

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি...

ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করা এবং কর্তব্যরত নির্বাহী হাকিমকে (ম্যাজিস্ট্রেট) হুমকি ও ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচার চালানো হবে। প্রচারের অংশ...