October 6, 2024 - 11:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : শৈতপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। টানা কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জবুথবু প্রকৃতি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে পঞ্চগড়ে ৬ দশমিক ৯ ডিগ্রিতে, যা এই মৌসুমেও সর্বনিম্ন। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া আবহাওয়ার পূর্বাভাসে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। সেখানে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৭ ডিগ্রি। এ ছাড়া দিনাজপুরে সাত দশমিক ৯, রংপুরের রাজারহাটে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

উত্তরের জেলা পঞ্চগড়ে আজ মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা নয় দশমিক ৬, নয় দশমিক ৫, নয় দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ