কর্পোরেট ডেস্ক: প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পিটার ও টেক রিটেইলার প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাবেন। এছাড়াও নতুন ক্রেডিট কার্ডগ্রাহকগণ স্টার টেক লিমিটেড থেকে অনলাইন কেনাকাটায় ১০০০ টাকা পর্যন্ত ১৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং স্টার টেক লিমিটেডের এজিএম (ফিন্যান্স ও একাউন্টস) শেখ সোহেল আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসি-এর প্রধান মাসুদুল হক ভূঁইয়াএবং স্টার টেক লিমিটেডের এইচআর ম্যানেজার আমিনুল করিম খান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।