November 25, 2024 - 5:45 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশিক্ষা-সাহিত্য-সংস্কৃতিপাঠ্যবইয়ে জায়গা পেলেন দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতু

পাঠ্যবইয়ে জায়গা পেলেন দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতু

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : পাঠ্যবইয়ে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু স্থান পেয়েছেন। ২০২৩ সালে শিক্ষার্থীদের মধ্যে বণ্টন হওয়া জাতীয় পাঠক্রমের মাদরাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সপ্তম শ্রেণির বইয়ে তার সম্পর্কে ছবিসহ তুলে ধরা হয়েছে।

২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। ওই নির্বাচনে তিনি নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানাকে পরাজিত করেন। ভোটে নজরুল ইসলাম ঋতু পেয়েছিলেন ৯৫৫৭ ভোট। নির্বাচনে জেতার পর দেশ ও বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে ওঠেন ঋতু। তখন বিবিসি ও সিএনএনসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার ছবিসহ খবর ফলাও করে ছাপা হয়।

চলতি বছর ১ জানুয়ারি উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন শ্রেণির বই। এর মধ্যে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে সম্প্রদায় অধ্যায়ের ৫২ পৃষ্ঠায় তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর একটি ছবি ছাপা হয়েছে। এই অধ্যায়ে ঋতুর ছবি ও জীবন কাহিনী সংক্ষেপ ছাড়াও সমাজ ও পেশাগত জীবনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর শাম্মী, রানী চৌধুরী ও বিপুল বর্মণের কথা উল্লেখ করা হয়েছে।

বইতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় লিঙ্গের শিশুরা জন্মের পর খুব অল্প বয়সে সম্প্রদায়ের নেতা ‘গুরু মার’র কাছে চলে যায়। সেখানে অন্যদের সঙ্গে একটি পরিবারের মত বসবাস করে তারা। তৃতীয় লিঙ্গের মানুষ শিশু ও বর-বউকে আশীর্বাদ করে টাকা উপার্জন করে। তারা স্বাভাবিক মানুষের মতো লেখাপড়া ও চাকরি করতে চাইলেও সমাজের অন্যরা নিতে চায় না। পৃথিবীর বিভিন্ন দেশে তৃতীয় লিঙ্গের মানুষরা স্বাভাবিক জীবনযাপন করলেও আমাদের দেশের ক্ষেত্রে এই চিত্র ভিন্ন। তবে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিয়ে কাজ করছে। শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করা হচ্ছে।

নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আবদুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন আছে। তিন ভাই ঢাকায় থাকেন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ায় মাত্র সাত বছর বয়সে গ্রাম ছেড়ে যেতে হয় তাকে। সামাজিক প্রতিবন্ধকতায় তার আর লেখাপড়া করা হয়নি। বেড়ে উঠেছেন ঢাকার ডেমরার গুরুমার কাছে। এখন তার বয়স ৪৪ বছর। ইউপি চেয়ারম্যান হওয়ার আগে তিনি গুরুমার পরের দায়িত্ব সামলেছেন। নির্বাচনে জয়লাভ করার পর তিনি এলাকার মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

পাঠ্যবইয়ে তার নাম ও জীবনী প্রকাশ হওয়া প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, পাঠ্যবইয়ে ছবিসহ নাম আসা আমার জন্য বিশাল কিছু পাওয়া। আমি বোঝাতে পারব না, কত খুশি হয়েছি। আমার দায়িত্ব আরও বেড়ে গেল। মানুষের উন্নয়নে আমি আরও ভাল কিছু করতে চাই।

এ ব্যাপারে কালীগঞ্জের উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, তৃতীয় লিঙ্গের মানুষকে অবহেলা করা যাবে না। তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। দৃষ্ঠিভঙ্গি যেন পরিবর্তন হয় সেজনই সপ্তম শ্রেণির বইয়ে সফল হওয়া তৃতীয় লিঙ্গের মানুষদের তুলে ধরা হয়েছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা জীবনমান উন্নয়ন করতে পারছেন না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

আরও পড়ুন:

পৃথিবীখ্যাত বিজ্ঞানীদের পাশে ঝিনাইদহের হরিপদ কাপালীল নাম!

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

একনেক সভায় ৬০০০ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সোমবার...

বোর্ড সভার তারিখ জানাল ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৪টি...

ডিএসইতে সূচকের পতনে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা বেড়েছে। কমেছে...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু'দিন ধরে বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫শে নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন...

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন এবং খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ইসলামী ব্যাংক...

যমুনা ব্যাংকের “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি, ঠাকুরগাঁও জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিএফআইইউ কর্তৃক লীড ব্যাংক পদ্ধতিতে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী...

গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ নভেম্বর বিকাল ০৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

হেলমেট উৎপাদনে রানার ট্রেডের সাথে এটলাস বিডির চুক্তি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হেলমেট উৎপাদনে উভয়...