নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপোলো ইস্পাতের উৎপাদন প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। কোম্পানির আর্থিক অবস্থাও অনেক দূর্বল বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অ্যাপোলো ইস্পাত বিপুল পরিমাণের আর্থিক বোঝা রয়েছে। কোম্পানিটির প্রায় ৯০০ কোটি টাকার (দন্ডনীয় সুদসহ) এবং ২০০ কোটি টাকার বাইরের দেনা রয়েছে।
কোম্পানিটি ২০১৩ সালের ২৪ ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।