নিজস্ব প্রতিবেদক : বর্তমানে গতিহীন পুঁজিবাজারের অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। সামান্য বিরতি দিয়ে চলছে টানা দরপতন। সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমে গেছে উল্লেখযোগ্যহারে। এমন অবস্থায় বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব স্টেকহোল্ডারের মধ্যে রয়েছে ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারহাউজ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করবে বিএসইসি।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেছেন, বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা হবে।