নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ৪৪ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ১০ কোটি ৭ লাখ ৫৩ হাজার, দ্বিতীয় স্থানে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫৭ লাখ ৩১ হাজার এবং তৃতীয় স্থানে ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২ কোটি ৫৬ লাখ ১৪ হাজার, গ্রামীণফোনের ২ কোটি ১৮ লাখ ৪৪ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৯ লাখ ৪৭ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার, সামিট পাওয়ারের ১ কোটি ২০ লাখ ৬৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ১৮ লাখ এবং সিটি ব্যাংকের ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।