নিজস্ব প্রতিবেদক : বে-মেয়াদী শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ড ম্যানেজার সূত্র মতে, ৩০ জুন ২০২৩ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ১ টাকা ১৪ পয়সা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১৩ টাকা ৪১ পয়সা। গত বছর ছিলো ১৪ টাকা ১৮ পয়সা।
অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১২ টাকা ৪৪ পয়সা। গত বছর ছিলো ১৩ টাকা ২৭ পয়সা।