সাইফুলইসলামরুদ্র, নরসিংদী জেলাপ্রতিনিধিঃ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পলাশ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। তিনি বুধবার দুপুরে এ পরিদর্শন করেন।
উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাসহ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার প্রতি গুরত্ব আরোপ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি অফিস থেকে প্রদত্ত একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স নবায়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন। এসময় ৭৫ জন উপকারভোগীকে একসনা (চান্দিনা ভিটি) বন্দোবস্ত লাইসেন্স প্রদান করা হয়।
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা উপস্থিত ছিলেন।
এএইচ