বিনোদন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর বাংলাদেশের নেটিজেনদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি হলো— মেয়েরা আসলে কিসে আটকায়? সেই ধারাবাহিকতায় অভিনেত্রী সোহান সাবা একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে।
পোস্টের শুরুতে সোহানা সাবা লিখেছেন, ‘মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে- শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না… খুব ক্ষ্যাত এসব আলোচনা… যাকে ভালোবাসেন- তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান… তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’
পোস্টের একাংশে অভিনেত্রী লিখেছেন, ‘তারপরেও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না… তাকে খুব কষ্ট হলেও ভুলে যাওয়াটা ভালো… কারণ আপনার রাইট পার্সন আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইম আর ভ্যাকান্সির জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’