October 25, 2024 - 5:23 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনআমি চাই না আর কোনও মায়ের সঙ্গে এরকম হোক: বিপাশা বসু

আমি চাই না আর কোনও মায়ের সঙ্গে এরকম হোক: বিপাশা বসু

spot_img

বিনোদন ডেস্ক : গত ২০২২ সালের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন বিপাসা বসু। মেয়ের নাম রাখেন দেবী বসু সিং গ্রোভার। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে একটি টক শোয়ে এসে বিপাশা জানান যে জন্মের পরে পরেই অভিনেত্রী জানতে পারেন যে তাঁর মেয়ের হার্টে দুটো ফুটো রয়েছে। তাঁর ও করণ সিং গ্রোভারের সেই দুঃসহ দিনের অভিজ্ঞতা বলতে বলতে চোখে জল চলে আসে বিপাশার।

বিপাশা বলেন, ‘আমাদের সন্তানের জন্মের তিন দিনের মাথায় আমরা জানতে পারি যে আমাদের বাচ্চার বুকে দু’টি ছিদ্র রয়েছে। আমি ভেবেছিলাম আমি এটা শেয়ার করব না। কিন্তু আমি এটা শেয়ার করছি কারণ আমার মনে হয় অনেক মা আছেন, যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছেন। এবং সেই মায়েদের খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। যখন আপনি সন্তান জন্ম দেন, তখন আপনি চান না যে আপনার সন্তানের সঙ্গে কিছু খারাপ হোক।’

কীভাবে তাঁরা ভিএসডি (ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট)-এর কথা জানতে পারেন, তা শেয়ার করেছেন বিপাশা। অভিনেত্রী বলেন, ‘ভিএসডি আসলে কী তা আমরা বুঝতেও পারিনি। এটি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আমরা শুনেছি, বাচ্চা বড় হলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আমরা একটা অসম্ভব খারাপ সময় পার করেছি। আমরা পরিবারের সঙ্গে এই নিয়ে আলোচনা করিনি, হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমরা দু’জনেই ধন্দে ছিলাম। আমরা উদযাপন করতে চেয়েছিলাম, কিন্তু এই খবর পাওয়ার পর আমি আর করণ একটু অসাড় হয়ে গিয়েছিলাম।’

কীভাবে তিনি এবং তাঁর স্বামী তাঁদের মেয়েকে অপারেশন করাতে তৈরি করেছিলেন, সেই কথা জানালেন অভিনেত্রী। বিপাশা বলেন, ‘গত তিন মাস আমরা ভালো আছি, কিন্তু প্রথম পাঁচ মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। কিন্তু দেবী প্রথম দিন থেকেই অসাধারণ। সে একজন যোদ্ধা। আমাদের বলা হয়েছিল, প্রতি মাসে স্ক্যান করে জানতে হবে, এটা নিজে থেকেই নিরাময় হচ্ছে কি না। কিন্তু তার যে ধরনের বড় গর্ত ছিল, তাতে আমাদের বলা হয়েছিল, এটা সন্দেহজনক, তাই অস্ত্রোপচার করতে হবে। আর অস্ত্রোপচার সবচেয়ে ভাল হয়, যখন বাচ্চার বয়স তিন মাস হয়।’

এই সময় তিনি ও করণ যে আবেগের মধ্যে দিয়ে গেছেন, সে সম্পর্কেও কথা বলেছেন বিপাশা। নায়িকার মতে, ‘আপনার এত দুঃখ, এত বোঝা, এত দ্বন্দ্ব, কারণ এত ছোট বাচ্চাকে আপনি ওপেন হার্ট সার্জারি-তে বসিয়ে দেবেন কী করে? আমার মনে আছে, তৃতীয় মাসে আমরা স্ক্যান করতে গিয়েছিলাম। আমি খোঁজখবর করেছি, হাসপাতালগুলোতে সার্জনদের সঙ্গে দেখা করেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। করণ প্রস্তুত ছিল না, আমি করণকে ছেড়ে দিতেও প্রস্তুত ছিলাম।’

তবে বিপাশা নেহাকে জানান যে দেবী এখন ভাল আছেন এবং সমস্ত মায়েদের সঙ্গে একটি বার্তা শেয়ার করতে চান যে ‘তোমার বাচ্চার জন্ম দেওয়াটা সবচেয়ে কঠিন এবং এই দশজন ডাক্তার তোমাকে বোঝাবে কী হতে পারে। দেবীর অপারেশন খুব সফল হয়েছিল কিন্তু ওই ছয় ঘন্টা ওটি-তে থাকার সময় আমার মনে হয়েছিল যেন সারা পৃথিবী বন্ধ হয়ে গেছে।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

‘প্রিয়তমা’ দেখলেন মার্কিন নায়িকা

জিতের সিনেমায় রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...