তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় লিপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২রা আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বড়বাড়ী মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। লিপন মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের শামছু মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইসলামপুর বড়বাড়ি মসজিদের সামনে যে কোন এক সময়ে লিপন মিয়াকে কোন একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। পরে তাকে দু’জন ব্যক্তি তাকে রাস্তা থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্পোরেট সংবাদ/এএইচ