শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৬ টাকা ২০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৮০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৫৯৬ বারে ৫ লাখ ৬৯ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫৩ টাকা ৫০ পয়সা বা ৬.৭৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৮৪৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর বেড়েছে।
এ গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ, মেট্রো স্পিনিং, জেনারেশন নেক্সট, এমারেল্ড অয়েল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ কেবলস ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।
কর্পোরেট সংবাদ/এএইচ