সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মোটরসাইকেল চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ।
মঙ্গলবার , ০১ আগষ্ট ২০২৩ তারিখ রাত ১২.১০ মিনিটে র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই মোটর সাইকেলসহ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২। এছাড়া ও তাদের সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন : সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের সাং-কাশিনাথপুরের আশরাফুল ইসলামের ছেলে মোঃ সবুজ এবং একই এলাকার মোঃ সুরমান আলী মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
কর্পোরেট সংবাদ/এএইচ